Ducati তার সবচেয়ে হার্ড-কোর বাইক ভারতে আনছে, কঠিন রাস্তাও পার করবে অনায়াসে

ডুকাটি ইন্ডিয়া (Ducati India) ভারতে তাদের আসন্ন মোটরসাইকেলের নতুন টিজার ভিডিয়ো প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। এটি...
SUMAN 9 Dec 2022 1:33 PM IST

ডুকাটি ইন্ডিয়া (Ducati India) ভারতে তাদের আসন্ন মোটরসাইকেলের নতুন টিজার ভিডিয়ো প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। এটি সংস্থার অ্যাডভেঞ্চার টুরার মোটরসাইকেল DesertX বলে মনে করা হচ্ছে। টিজারে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর লঞ্চ হবে এটি। ভিডিয়োতে বাইকটির এলইডি ডিআরএল-এর ছবি দেখানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বাইকটির কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ডুকাটি। উল্লেখ্য, DesertX সংস্থার সবচেয়ে হার্ড-কোর অ্যাডভেঞ্চার বাইক।

DesertX-এর আন্তর্জাতিক মডেলের সাথে ভারতীয় ভার্সনটির কিছু যন্ত্রাংশ এবং ফিচারে পার্থক্য থাকতে পারে। বিশ্ববাজারে এটি একটি ৫-ইঞ্চি টিএফটি স্ক্রিন স্ট্যান্ডার্ড ফিচার সহ বিক্রি করা হয়। ব্লুটুথের মাধ্যমে এটি স্মার্টফোনের সাথে কানেক্ট করা যায়। এতে রয়েছে ছ’টি রাইডিং মোড – টুরিং, আরবান, ওয়েট, র‍্যালি, এন্ডুরা এবং স্পোর্ট। আবার বাইকটি চারটি পাওয়ার মোড সহ অফার করা হয় – লো, মিডিয়াম, হাই এবং ফুল।

ডুকাটি ডেজার্টএক্স-এ রয়েছে কর্নারিং এবিএস, ক্রুজ কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল, বসের আইএমইউ, বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার, হইলি কন্ট্রোল, ফুল এলইডি লাইটিং, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং ডুকাটি ব্রেক লাইট। যাতে মেঠো এবং পাথুরে রাস্তায় খুব সহজে বাইকটি হ্যান্ডেলিং করা যায়, তেমনভাবেই এর ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৮ ইঞ্চি রিয়ার হুইল। ২৫০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

ডুকাটি জানিয়েছে মোটরসাইকেলটিতে পিরেলি স্কোরপিও র‍্যালি এসটিআর টিউবলেস টায়ার দেওয়া হবে। সাসপেনশন হিসেবে সামনে ৪৬ মিমি ইউএসডি ফর্ক এবং পেছনে মোনোশক রয়েছে। চালিকাশক্তি জোগাতে একটি ৯৩৭ সিসি ডেসমোড্রমিক ইউনিট উপস্থিত এতে। যা থেকে ৯,২৫০ আরপিএম গতিতে ১১০ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৯২ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।

Show Full Article
Next Story