একসাথে সাত সাতটি মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে Ducati

ইতালির নামজাদা বাইক প্রস্তুতকারী সংস্থা Ducati সম্প্রতি ওয়ার্ল্ড ডুকাটি উইক ২০২২ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর সেখানে ডুকাটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর…

ইতালির নামজাদা বাইক প্রস্তুতকারী সংস্থা Ducati সম্প্রতি ওয়ার্ল্ড ডুকাটি উইক ২০২২ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর সেখানে ডুকাটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত চলা ওয়ার্ল্ড প্রিমিয়ার ২০২৩ এর নির্ঘণ্ট প্রকাশ করে। আর এখানেই লুকিয়ে রয়েছে আশ্চর্য টুইস্ট। আগামী এক বছরের মধ্যে একটি বা দুটি নয় অন্তত সাতটি নতুন মোটরসাইকেল যুক্ত হতে চলেছে ডুকাটির মুকুটে। আর এতেই চোখ কপালে বিশ্বের তাবড় সব মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থার।

সমস্ত তরফে দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২রা সেপ্টেম্বর শুরু হবে এই প্রিমিয়ার, চলবে ৭ই নভেম্বর পর্যন্ত। সাত দিনব্যাপী এই অনুষ্ঠানের সমস্ত আপডেট সংস্থার ওয়েবসাইট ও ইউটিউব প্লাটফর্মে দেখতে পাওয়া যাবে। এছাড়াও চলতি বছরে ইতালির মিলানে আয়োজিত অটোকার শো EICMA তে অংশ নেবে ডুকাটি। আর সেখানেও দেখানো হবে এই নতুন মডেলগুলি।

শুধু তাই-ই নয়, সংস্থার এই নতুন প্রিমিয়ার শো কে সাতটি আলাদা এপিসোডে ভাগ করেছে ডুকাটি। আর এই এপিসোডগুলির আলাদা থিমের মধ্যেই লুকিয়ে রয়েছে তার বাইকের বিশেষত্ব। এই সাতটি বাইকের মধ্যে অন্যতম একটি মডেল হতে পারে নতুন স্ক্যাম্বলার। ইতিমধ্যেই এই বাইকটির টিজার প্রকাশ করেছে এই ইতালীয় সংস্থা। উপরন্তু ওয়ার্ল্ড ডুকাটি উইকে এর ঝলকও দেখা গেছে। এই মডেলটিতে সামান্য কিছু পরিবর্তনও চোখে পড়েছে। তবে ডুকাটি এই বছরে তার স্ক্যাম্বলার মডেলটিকে যুগোপযোগী করে তোলার জন্য বড় কোনো পরিবর্তন আনতে পারে।

এছাড়াও সম্পূর্ণ নতুন অপ্রত্যাশিতভাবে কোন মডেল লঞ্চ করতে পারে ডুকাটি। এই ব্যাপারে সংস্থা চূড়ান্তভাবে গোপনীয়তা রক্ষা করে চলেছে। তাছাড়াও তাদের নতুন কোন ভ্যারিয়েন্টের বিশেষ সংস্করণ প্রকাশ করতে পারে তারা। একটি সূত্রের তথ্য অনুযায়ী আরোও একটি চমক হিসাবে তাদের জনপ্রিয় বাইক Multistrada V4 এর Enduro সংস্করণ আনতে পারে তারা। চতুর্থ এপিসোডের নাম দেখে অনুমান করা যায় এটি Panigale এর নতুন কোন সংস্করণ। তবে আমাদের আশা অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ ৭ই নভেম্বর বড় কোন চমক সযত্নে রেখে দিয়েছে ইতালির এই সম্রাট।