Ducati Pro-I Evo ই-স্কুটার অবিশ্বাস্য দামে লঞ্চ হল, পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম

Ducati-র চোখধাঁধানো বাইক সবার সাধ্যে কুলোবে না ঠিকই, কিন্তু এই ইতালির প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ডটি এমন প্রাইস পয়েন্টে নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে, যা শুনলে আপনি…

Ducati-র চোখধাঁধানো বাইক সবার সাধ্যে কুলোবে না ঠিকই, কিন্তু এই ইতালির প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ডটি এমন প্রাইস পয়েন্টে নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে, যা শুনলে আপনি চমকে উঠবেন। সদ্য লঞ্চ হওয়া Ducati Pro-I Evo ই-স্কুটারের দাম ৪৭৭ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫,৪০০ টাকার সমান।

Ducati Pro-I Evo ডিজাইন

Ducati Pro-I Evo Design

Ducati-র আরবান মোবিলিটি বিভাগ কাছাকাছি থাকা অফিস, স্কুল-কলেজ, এবং নিকটবর্তী স্থানে যাতায়াতের কথা মাথায় রেখে Pro-I Evo ই-স্কুটারের ডিজাইন করেছে। একদম হালকা এবং সহজেই ফোল্ড বা ভাঁজ করা যায় বলে বাস বা প্রাইভেট গাড়ির মধ্যেও এটি বহন করা যাবে।

Ducati Pro-I Evo ব্যাটারি, মোটর, রেঞ্জ

ডুকাটি প্রো-আই ইভো ই-স্কুটারে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সেইসঙ্গে রয়েছে ৩৬ ভোল্টের ২৮০ ওয়াট আওয়ারের ব্যাটারি, যা ফুল চার্জ হতে এক ঘন্টার উপরে সময় লাগবে। ডুকাটি প্রো-আই ইভো এক চার্জে ২৫-৩০ কিমি পথ নির্বিঘ্নে চলতে পারবে।

Ducati Pro-I Evo ফিচার

ducati pro-i evo features

ডুকাটি প্রো-আই ইভো ই-স্কুটার তিনটি রাইডিং মোডের সাথে এসেছে – ইকো, ডি, ও এস৷ ইকো মোডে ৬ কিমি গতিসীমাতে এটি চালানো যাবে। আবার ডি ও এস মোডে সর্বোচ্চ গতিবেগ হবে যথাক্রমে ২০ কিমি/ঘন্টা এবং ২৫ কিমি/ঘন্টা। এর দু’প্রান্তেই রয়েছে ডিস্ক ব্রেক৷ স্কুটারের হ্যান্ডেলবারে ছোট এলইডি ড্যাশবোর্ড আছে। সিস্টেমটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা যাবে।

Ducati আর কয়েক সপ্তাহের মধ্যেই Pro-I Evo ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু করবে। দুঃখের বিষয়, ভারতে এই মুহূর্তে Pro-I Evo লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই৷ তবে দেশের ডুকাটিপ্রেমীরা এখন থেকেই বাইরের দেশ থেকে এটি ভারতে ইমপোর্ট করার ভাবনাতে মশগুল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন