Ducati-র নতুন চমক, BS6 ইঞ্জিনের সাথে বাজারে এল Scrambler Nightshift ও Scrambler Desert Sled

ডুকাটি ইন্ডিয়া (Ducati India) Scrambler Nightshift ও Scrambler Desert Sled মোটরবাইকের BS6 ভার্সন লঞ্চ করে ভারতে তার...
SHUVRO 16 March 2021 4:22 PM IST

ডুকাটি ইন্ডিয়া (Ducati India) Scrambler Nightshift ও Scrambler Desert Sled মোটরবাইকের BS6 ভার্সন লঞ্চ করে ভারতে তার প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করেছে। স্ক্র্যামব্লার নাইটশিফট এদেশে ৯.৮০ লক্ষ টাকা ও স্ক্র্যামব্লার ডেজার্ট স্লেড ১০.৮৯ লক্ষ (এক্স-শোরুম, ইন্ডিয়া) টাকায় পাওয়া যাবে। স্ক্র্যামব্লার নাইটশিফট অ্যাভিয়েটর গ্রে (Aviator Grey) ও স্ক্র্যামব্লার ডেজার্ট স্লেড স্পার্কলিং ব্লু (Sparkling Blue) কালার অপশনে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ডুকাটির সমস্ত ডিলারশিপে মোটরবাইকদুটির বুকিং করা যাচ্ছে এবং গ্রাকদের কাছে পৌঁছে দেওয়ার কাজও শীঘ্রই শুরু হবে।

Ducati Scrambler Nightshift ও Scrambler Desert Sled এর ইঞ্জিন

ডুকাটির স্ক্র্যামব্লার রেঞ্জের দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে বিএস-৬/ইউরো-৫ মাপকাঠি মেনে তৈরি ৮০৩ সিসি-র এল-টুইন সিলিন্ডার, টু-ভালভ ইঞ্জিন যা ৮,২৫০ আরপিএম গতিতে ৭৩ বিএইচপি শক্তি ও ৫,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৬৬.২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। দুটি মোটরবাইকেই সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে সার্ভো-অ্যাসিস্টেড স্লিপার ফাংশন রয়েছে।

Ducati Scrambler Nightshift ও Scrambler Desert Sled এর স্টাইল

ducati-desert-sled-launched-in-india-price-features-details

ইঞ্জিনের দিক থেকে অভিন্ন হলেও Scrambler Nightshift ও Scrambler Desert Sled স্টাইলের নিরিখে পুরোপুরি আলাদা। Scrambler Nightshift আদতে Scrambler Icon-র ওপর ভিত্তি করে নির্মিত। ডুকাটির স্ক্র্যামব্লার রেঞ্জের অন্যান্য মডেলগুলি কালারফুল পেইন্ট স্কিম উপলব্ধ হলেও, স্ক্র্যামব্লার নাইটশিফট ডার্ক থিম পেয়েছে। মোটরসাইকেলের অধিকাংশ কম্পোনেন্টসে ব্ল্যাক ফিনিশ ও ফিউয়েল ট্যাংক এবং সাইড প্যানেলে নজরকাড়া সিলভার শেড রয়েছে। স্ক্র্যামব্লার রেঞ্জের এই নাইটশিফট ভ্যারিয়েন্টে ক্যাফে-রেসার স্টাইলের সিট ও ওয়াইড হ্যান্ডেলবার পাওয়া যাবে। অন্যদিকে স্ক্র্যামব্লার ডেজার্ট স্লেড অফ-রোড বাইক হওয়ায় এটি রাগড্ (rugged) ডিজাইন পেয়েছে। এতে রয়েছে উঁচু ফ্রন্ট ফেন্ডার, হাই প্লেট হোল্ডার, ভ্যারিয়েবল ক্রস-সেকশন হ্যান্ডেলবার।

Ducati Scrambler Nightshift ও Scrambler Desert Sled এর ফিচার

Ducati Scrambler Nightshift-এর ফিচার তালিকায় আছে, এলইডি রাউন্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কাস্টম স্টাইলের এলইডি টার্ন সিগন্যালের সঙ্গে হেডল্যাম্পে এলইডি ডিআরএল। এছাড়া এটি কর্নারিং এবিএস, হাইড্রোলিক ক্লাচের পাশাপাশি অ্যাডজেস্টেবল ক্লাচ ও ব্রেক লিভারের সঙ্গে এসেছে।

Scrambler Desert Sled অফ-রোড মোটরসাইকেলের টেলিস্কোপিক ফোর্ক সম্পূর্ণভাবে অ্যাডজেস্টেবল। সেইসঙ্গে রিয়ার মনোশোক প্রিলোড ও রিবাউন্ডের জন্য অ্যাডজাস্ট করা যাবে। ব্রেকিং ডিউটির জন্য বাইকে রয়েছে ফোর-পিস্টন ক্যালিপার সহ ৩৩০ মিমি ফ্রন্ট ডিস্ক ও সিঙ্গেল-পিস্টন ক্যালিপার সহ ২৪৫ মিমি রিয়ার ডিস্ক। এর ইলেকট্রনিস্ক ফিচারের মধ্যে আছে কর্নারিং এবিএস এবং রাইডিং মোড (জার্নি ও অফ-রোড)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it