e-RUPI : প্রধানমন্ত্রীর নতুন ডিজিটাল পেমেন্ট পরিষেবা কোথায় কীভাবে ব্যবহার করবেন, জানুন সবকিছু

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে গতকাল ডিজিটাল লেনদেনের এক নবতম রূপ ই-রুপি (e-RUPI) সলিউশন আত্মপ্রকাশ করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of…

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে গতকাল ডিজিটাল লেনদেনের এক নবতম রূপ ই-রুপি (e-RUPI) সলিউশন আত্মপ্রকাশ করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) বা এনপিসিআই (NPCI), ডিপার্টমেন্টস অফ ফাইনান্সিয়াল সার্ভিসেস‌ (Departments of Financial Services) বা ডিএফএস (DFS), ন্যাশনাল হেল্থ অথরিটি (National Health Authority) এবং ১১টি ব্যাঙ্ককে সঙ্গে নিয়ে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরী হওয়া এই অ্যাপ্লিকেশন মানুষকে সঠিক সময়ে উপযুক্ত পরিষেবা পৌঁছে দিতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই অ্যাপ্লিকেশনের ব্যবহার জেনে নিতে হবে। আজকের প্রতিবেদনে আমরা ই-রুপি (e-RUPI) অ্যাপ সংক্রান্ত এমন কিছু তথ্য তুলে ধরবো যা আমাদের নয়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্পূর্ণ সুফল গ্রহণে সাহায্য করবে।

e-RUPI ডিজিটাল পেমেন্ট সলিউশন সম্পর্কে ৯টি তথ্য

১. প্রথমেই জানিয়ে দেওয়া ভালো যে ই-রুপি অ্যাপ্লিকেশনটি একটি প্রিপেইড ভাউচার নির্ভর পরিষেবা। আগ্রহীরা তাদের মোবাইল নম্বর এবং পরিচয় যাচাইকরণের পরে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে নগদ টাকার বদলে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে QR কোড বা এসএমএস স্ট্রিং নির্ভর ই-রুপি ভাউচার পাঠিয়ে দেওয়া হবে।

২. ভারতের ১১টি ব্যাঙ্ক e-RUPI অ্যাপ্লিকেশন মারফত উপভোক্তাকে প্রিপেইড ভাউচার পাঠাতে পারে। এগুলির ব্যবহার অনেকটা ডিমান্ড ড্রাফ্টের মতো। ভাউচারের সুবিধা পেতে হলে উপভোক্তাকে QR কোড স্ক্যান বা এসএমএসের সহায়তা নিতে হবে। যার নামে ভাউচার জারি করা হবে, একমাত্র তিনিই, একটি বারের জন্য তা ব্যবহার করতে পারবেন।

৩. e-RUPI অ্যাপের সাহায্যে পরিষেবা গ্রহণের সময় উপভোক্তাকে কোন ধরনের কার্ড, পেমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্সেসের দ্বারস্থ হতে হবেনা।

৪. যে উদ্দেশ্য পূরণের জন্য প্রিপেইড ভাউচার জারি করা হয়েছে, তা বাদে অন্য কোন প্রয়োজনে ভাউচারটিকে ব্যবহার করা যাবেনা। অর্থাৎ, ঔষধের জন্য ভাউচার জারি করা হলে একমাত্র সেই কাজেই তাকে ব্যবহার করা যাবে।

৫. e-RUPI অ্যাপ্লিকেশন উপভোক্তার প্রয়োজন পূরণে বিশেষ ভূমিকা নেবে। ভবিষ্যতে মানুষের কাছে নতুন একাধিক পরিষেবা পৌঁছে দিতে এই অ্যাপ উল্লেখযোগ্য ভূমিকা বহন করতে পারে।

৬. এই অ্যাপ্লিকেশন অত্যন্ত স্বচ্ছ উপায়ে সাধারণ মানুষের কাছে জরুরী পরিষেবা পৌঁছে দেবে। এক্ষেত্রে লেনদেন হবে সম্পূর্ণ ক্যাশলেশ এবং পরিষেবা প্রদানের পরে পেমেন্ট সম্পন্ন হবে।

৭. জননী এবং শিশু কল্যাণ, টিবি (T.B) উচ্ছেদ কর্মকান্ড কিংবা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের রূপায়ণে e-RUPI অ্যাপ্লিকেশনটি ভূমিকা নেবে বলে অনেকের অভিমত।

৮. কর্মীদের কাছে স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আলোচ্য অ্যাপ্লিকেশন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করবে।

৯. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক, এইচডিএফসি (HDFC ) ব্যাঙ্কের মতো সংস্থা e-RUPI ব্যবস্থাকে সমর্থন করবে। মোট ১১টি ব্যাঙ্কের গ্রাহকেরা এই পরিষেবার সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন