Earn Money Online: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে রোজ এইভাবে করুন ৫,০০০ টাকা পর্যন্ত আয়

বর্তমান সময়ে চরম মূল্যবৃদ্ধির জেরে প্রত্যেকটা জিনিসের দামই যখন হু হু করে বাড়ছে, তখন সংসারের রথের চাকা মসৃণ গতিতে...
techgup 18 May 2022 8:31 PM IST

বর্তমান সময়ে চরম মূল্যবৃদ্ধির জেরে প্রত্যেকটা জিনিসের দামই যখন হু হু করে বাড়ছে, তখন সংসারের রথের চাকা মসৃণ গতিতে চালানোর জন্য মোটা টাকা উপার্জনই এখন প্রত্যেকটা মানুষের জীবনে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। একেই করোনা মহামারীর আবির্ভাবের পর বহু মানুষ কর্মহারা হয়েছেন, তার ওপর আবার জিনিসপত্রের অগ্নিমূল্য দামের জন্য আমজনতার এখন রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় রয়েছে। তাই যারা বেকার, তারা তো কাজের সন্ধান করছেনই, তার পাশাপাশি ফুলটাইম কাজ করেও এখন অনেকেই একটু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাইছেন। কিন্তু কীভাবে সহজেই ঘরে বসে বাড়তি টাকা আয় করা যাবে? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

অনলাইনে আয়ের উৎস সোশ্যাল মিডিয়া

আপনাদেরকে বলে রাখি যে, আপনি যদি ঘরে বসে অতি অনায়াসে বাড়তি টাকা আয় করতে চান, তবে বর্তমান ডিজিটাল যুগে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইন্টারনেটের বহুল প্রাচুর্যতার ফলে সোশ্যাল মিডিয়া ছাড়া এই মুহূর্তে এক মিনিটও চলার কথা ভাবা যায় না। এতদিন পর্যন্ত যোগাযোগের কিংবা জ্ঞান অর্জন ও বিতরণের অন্যতম মাধ্যম হিসেবে এই প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করা হতো। ডিজিটাল জমানায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কল্যাণে একাধিক মানুষ রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছেন। তবে এখন এই প্ল্যাটফর্মগুলি বহু মানুষের কাছেই রোজগারের উৎস হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে নজরকাড়া কনটেন্ট কিংবা ভিডিও পোস্ট করে এখন মাসে হাজার হাজার টাকা রোজগার করতে সক্ষম হচ্ছেন ইউজাররা। তবে অতি সহজে এই প্ল্যাটফর্মগুলিকে হাতিয়ার করে কীভাবে মোটা টাকা আয় করা যাবে? আসুন জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় সহজে উপার্জনের উপায়

কোনোরকম ঘুরপথে না গিয়ে খুব সহজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করতে হলে আপনি রিলস (Reels) বানানোর কথা ভেবে দেখতে পারেন। এটি আসলে এক ধরনের শর্ট ভিডিও। ফেসবুক (Facebook) কিংবা ইনস্টাগ্রাম (Instagram)-এর মতো প্ল্যাটফর্মগুলিতে রিলস বানানো এখনকার ডিজিটাল যুগে এক নতুন ট্রেন্ড হয়ে গিয়েছে। নানা বিষয়কে কেন্দ্র করে এখন কমবেশি সকলেই বানিয়ে ফেলছেন রিলস। আর কোনো একটি রিল ভাইরাল হওয়া মাত্রই তার বিষয়টিই হয়ে যাচ্ছে চলতি সময়ের ট্রেন্ড এবং সেইসাথে সেটি পেয়ে যাচ্ছে হাজার হাজার লাইক। কিন্তু এই রিলস বানিয়ে কীভাবে মোটা টাকা পকেটস্থ করা যাবে?

এক্ষেত্রে রিলসের সৌজন্যে মোটা টাকা আয় করতে হলে আপনাকে অরিজিনাল এবং সেইসাথে আকর্ষণীয় তথা চমকপ্রদ শর্ট ভিডিও বানিয়ে ইউজারদেরকে আকর্ষিত করতে হবে। আগেই বললাম যে, রিলস বানানো চলতি যুগে ট্রেন্ড হয়ে গিয়েছে। বহু মানুষ এখন তাদের অবসর সময়টা একঝাঁক রিলস দেখে কাটিয়ে দেন। তাই এই বিপুল চাহিদার জন্য ক্রিয়েটররা প্রতিনিয়তই শয়ে শয়ে রিলস বানাচ্ছেন, আর এর সুবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি হাজারো শর্ট ভিডিও-য় ছয়লাপ হয়ে গিয়েছে।

ঠিক কী ধরনের রিলস বানালে দর্শক টানার পাশাপাশি মোটা টাকা আয়ও করা যাবে?

এই প্রসঙ্গে বলে রাখি যে, মূলত খাবারদাবার বা লাইফস্টাইল কিংবা বিনোদনমূলক রিলসই দর্শকরা বেশি পছন্দ করেন। তাই এই বিষয়গুলিকে কেন্দ্র করে রিলস বানালে আপনি খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠবেন। আপনার বানানো চটকদার রিলসগুলি পেতে থাকবে হাজার হাজার লাইক, আর এর ফলে আপনার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর বিপুল সংখ্যক ফলোয়ার হয়ে যাওয়া মাত্রই আপনি আপনার অ্যাকাউন্টটিকে মনেটাইজ করার সুযোগ পাবেন, আর এর সুবাদে প্রতি মাসে হাজার হাজার টাকা ঢুকতে থাকবে আপনার পকেটে। আর শুনলে অবাক হবেন যে, এখন অনেকেই চিত্তাকর্ষক রিলস বানিয়ে প্রতিদিন ৫,০০০ হাজার টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হচ্ছেন! তাই নির্ঝঞ্ঝাটে ঘরে বসে অনায়াসে মোটা টাকা পকেটস্থ করতে এই পন্থাটি অবলম্বন করার কথা আপনি অবশ্যই ভেবে দেখতে পারেন।

Show Full Article
Next Story