YouTube Shorts: আয় বাড়তে চলেছে ইউটিউবারদের, এবার এখান থেকেও হবে উপার্জন

TikTok এর ক্রিয়েটরদের আকৃষ্ট করতে, নয়া উদ্যোগ নিচ্ছে YouTube, যেখানে ক্রিয়েটরদের আয় বাড়বে। আসলে, TikTok এর সংক্ষিপ্ত সময়ের ভিডিওর চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে, যা নিঃসন্দেহে টেক…

TikTok এর ক্রিয়েটরদের আকৃষ্ট করতে, নয়া উদ্যোগ নিচ্ছে YouTube, যেখানে ক্রিয়েটরদের আয় বাড়বে। আসলে, TikTok এর সংক্ষিপ্ত সময়ের ভিডিওর চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে, যা নিঃসন্দেহে টেক জায়ান্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই Instagram যেমন তাদের Reels ফিচারকে উন্নত করার চেষ্টায় আছে, তেমনি TikTok কে হারাতে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে Google-এর মালিকানাধীন YouTube। রিপোর্ট অনুযায়ী, YouTube শীঘ্রই তার সংক্ষিপ্ত ভিডিও ফর্ম্যাট, Shorts-এর জন্য পার্টনার প্রোগ্রাম সক্রিয় করতে চলেছে, যা ক্রিয়েটরদের আয় বাড়াতে সাহায্য করবে।

উল্লেখ্য কিছুদিন আগে, ইউটিউব, শর্টসের জন্য ক্রিয়েটর ফান্ডের ঘোষণা করেছিল। তবে সেই সময়ে ক্রিয়েটররা বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ পায়নি। কিন্তু, এখন শর্টস ভিডিওতে বিজ্ঞাপন আসছে।

YouTube Shorts ভিডিওতে দেখা যাবে বিজ্ঞাপন

আজ্ঞে হ্যাঁ! ইউটিউব শর্টস ভিডিওতে শীঘ্রই বিজ্ঞাপন দেখা যাবে। আমরা জানি ইউটিউব ক্রিয়েটররা বিজ্ঞাপন থেকেই অধিক অর্থ উপার্জন করে থাকে। সেক্ষেত্রে শর্টস ভিডিও ক্রিয়েটররাও বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে। নিউইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের শুরুতে শর্টস-এর জন্য পার্টনার প্রোগ্রামের ঘোষণা করতে চলেছে ইউটিউব।

YouTube Shorts ভিডিওতে বিজ্ঞাপন পাওয়ার জন্য কখন আবেদন করা যাবে

অনুমান করা হচ্ছে যে, ক্রিয়েটরদের সারা বছর ধরে কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা প্রয়োজন হবে ভিডিওতে বিজ্ঞাপন পাওয়ার আবেদন করার জন্য। এরপর বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটররা পাবে এবং বাকিটা ইউটিউব রেখে দেবে। উল্লেখ্য, ক্রিয়েটর ফান্ডের অংশ হতে এখন ৯০ দিনের মধ্যে শর্টস ভিডিওতে ১০ মিলিয়ন ভিউ দরকার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন