Make Money Online: ঘরে বসে হাজার হাজার টাকা রোজগার করুন এই তিনটি উপায়ে

Earn Money Online: বর্তমান ডিজিটাল যুগে Instagram (ইনস্টাগ্রাম) ব্যবহার করেন না, এমন মানুষ খুব কমই আছেন। বেশিরভাগ ইউজাররাই এই ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিকে মূলত…

Earn Money Online: বর্তমান ডিজিটাল যুগে Instagram (ইনস্টাগ্রাম) ব্যবহার করেন না, এমন মানুষ খুব কমই আছেন। বেশিরভাগ ইউজাররাই এই ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিকে মূলত বিনোদনের জন্যই ব্যবহার করে থাকেন। যেমন Instagram Reels নামক ফিচারটি সাম্প্রতিককালে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নাচ, গান সহ নানাবিধ দক্ষতা দেখিয়ে থাকেন। অন্যদিকে, ভ্রমণপিপাসুরাও তাদের বিভিন্ন জায়গার ভ্রমণ-সংক্রান্ত আকর্ষণীয় অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেন। আর এই ধরনের Reels সহ নানা ভিডিও দেখে বেশিরভাগ ইউজাররাই নিজেদের অবসর সময় কাটিয়ে থাকেন।

কিন্তু আপনি কি জানেন যে, বিনোদন এবং অবসর সময় কাটানো ছাড়াও এখন ইনস্টাগ্রাম ব্যবহার করে ঘরে বসেই বেশ ভালোরকম টাকা রোজগার করা সম্ভব (Earn money from Instagram)? আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি! ইনস্টাগ্রাম এখন শুধুমাত্র বিনোদন নয়, মোটা টাকা আয়ের (Make money online) উৎসও হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে ইনস্টাগ্রামের এমন কয়েকটি কৌশল সম্পর্কে জানাবো, যেগুলি অনুসরণ করে চললে আপনি ঘরে বসেই বেশ খানিকটা টাকা রোজগার (Earn money from home) করার সুযোগ পাবেন।

Instagram-এ ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ হয়ে উঠুন (Earn money as social media influencer)

বর্তমান সময়ে নানাবিধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ব্যাপক ব্যবহারের সুবাদে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ নামক কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত হয়ে গিয়েছি। তবে এখন এটি কেবলমাত্র কোনো একটি পেশার নাম নয়, মোটা টাকা রোজগার করতেও সাহায্য করছে ইউজারদের। যদিও ইনস্টাগ্রামে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ হয়ে উঠতে হলে আপনার কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকা প্রয়োজন। সেইসাথে ইনস্টাগ্রামে আপনার পোস্ট করা কন্টেন্টগুলিও চরম আকর্ষণীয় হতে হবে। কারণ আপনার কন্টেন্টগুলি যত বেশি মনোগ্রাহী হবে, আপনার ফলোয়ারের সংখ্যা ততোই উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর একবার ৫,০০০ ফলোয়ার-বেস তৈরি হয়ে গেলেই আপনার প্রোফাইলটি মনিটাইজ হয়ে যাবে। তারপর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলি তাদের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্য আপনার সাথে যোগাযোগ করবে। আর এভাবেই বেশ ভালোরকম টাকা রোজগার করতে সক্ষম হবেন আপনি।

Instagram-কে ‘শপ’ হিসেবে ব্যবহার করুন (Earn money from Instagram ‘shop’)

আপনি যদি একজন পেশাদার ব্যবসায়ী এবং সেইসাথে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী হন, তাহলে আপনি এই ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিকে নিজের ব্যবসার প্রচারকার্যে ব্যবহার করতে পারেন। পাশাপাশি, ইনস্টাগ্রাম নামক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে একটি ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারেন। সোজা কথায় বললে, আপনি যে প্রোডাক্টের ব্যবসা করছেন, সেটির বিভিন্ন ফটো বা ভিডিও ক্যাপচার করে আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এর ফলে আপনার প্রোফাইলে থাকা প্রোডাক্টগুলি দেখে পছন্দ হলে গ্রাহকরা আপনাকে ডিরেক্ট মেসেজ (DM) করবে বা কমেন্টে যোগাযোগ করবে। এবার তাদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করলেই আপনার ছোটোখাটো ব্যবসাকে ফুলেফেঁপে উঠতে আর আটকায় কে! এইভাবে ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে ‘ডিজিটাল শপ’ তৈরি করে ঘরে বসেই আপনি মোটা টাকা আয় করতে পারবেন।

Instagram-এ কোচ বা মেন্টর হয়ে উঠুন

উপরিউক্ত পন্থাগুলি ছাড়াও ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের আর-একটি উপায় রয়েছে, যার সাহায্যে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করে ঘরে বসেই আয় করতে পারবেন। এর জন্য আপনি ইনস্টাগ্রামে একজন পরামর্শদাতা (consultant) বা কোচ হতে পারেন। কোচ হতে চাইলে, আপনি বিভিন্ন প্রকারের হ্যাক এবং ট্রিকসের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এছাড়াও, আপনি যোগব্যায়াম, জিম ট্রেনার, বা নিউট্রেশন কেন্দ্রিক বিষয়বস্তুর উপর ভিডিও বানিয়ে সেগুলি পোস্ট করতে পারেন। আপনার শেয়ার করা কন্টেন্টগুলি যদি ইউজারদের আকর্ষিত করতে সক্ষম হয়, তাহলে ধীরে ধীরে আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং আপনার প্রোফাইলটি মনেটাইজ হবে। আর এর সুবাদে আপনি যে বেশ ভালোরকম টাকা রোজগার করতে পারবেন, সেকথা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

তাই এই দুর্দান্ত উপায়গুলি অবলম্বন করুন, এবং বিনোদনের পাশাপাশি ইনস্টাগ্রামকে আপনার আয়ের উৎস হিসেবে ব্যবহার করুন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন