EeVe Soul: একবার চার্জ দিলে যাবে 120 কিমি, ভারতে হাই-টেক ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল

Bharat’s Group-এর অধীনস্থ সংস্থা EeVe India তাদের প্রথম উচ্চগতির ইলেকট্রিক স্কুটার SOUL সামনে এনেছে৷ EeVe SOUL একটি ফিচার সমৃদ্ধ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার, যার সর্বোচ্চ গতিবেগ…

Bharat’s Group-এর অধীনস্থ সংস্থা EeVe India তাদের প্রথম উচ্চগতির ইলেকট্রিক স্কুটার SOUL সামনে এনেছে৷ EeVe SOUL একটি ফিচার সমৃদ্ধ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার, যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার এবং একবার চার্জ দিলে চলবে ১২০ কিলোমিটার। এতে রয়েছে ইন্টারনেট নির্ভর বিভিন্ন বৈশিষ্ট্য৷ যেমন অ্যান্টি-থেফ্ট লক সিস্টেম, জিপিএস নেভিগেশন, ইউএসবি পোর্ট, কীলেস অন, রিভার্স মোড, সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম, জিও-ট্যাগিং এবং জিও-ফেন্সিং।

EeVe SOUL এ এলএফপি সোয়াপেবল ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ এটি স্কুটার থেকে খুলে ইচ্ছামতো চার্জ দেওয়া যাবে। ফুল চার্জ করতে সময় নেবে ৩-৪ ঘন্টা। আবার ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা পাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটারটির দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে জানানৈ হয়েছে, এটি সামনের বছর থেকে বাজারে পাওয়া যাবে।

আগামী ৫ বছরের মধ্যে দেশের ইলেকট্রিক ভেহিকেলের বাজারে ১০% শেয়ার করায়ত্ত করাই এখন লক্ষ্য সংস্থাটির। তার জেরে আগামী দু’বছরে মোট ১,০০০ কোটি টাকা লগ্নি করার পরিকল্পনার করা হচ্ছে। অনুসন্ধান ও অগ্রগতি ক্ষেত্রগুলির আওতায় ইলেকট্রিক মোবিলিটি সলিউশনে নতুন পণ্যের উন্নয়ন, বিদ্যমান উৎপাদনের সুযোগ-সুবিধা বৃদ্ধি, চার্জিং পরিকাঠামো নির্মাণ, যন্ত্রাংশের স্থানীয়করণ, নেটওয়ার্কের সম্প্রসারণ সহ একাধিক বিষয়ে উন্নতি ঘটানোর লক্ষ্যে এগোচ্ছে সংস্থাটি।

এই প্রসঙ্গে ইভ (Eeve)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হর্ষ বর্ধন দিরওয়ানিয়া (Harsh Vardhan Didwania) বলেছেন, “ভারতে মোবিলিটি ইন্ডাস্ট্রির অত্যাধুনিক কর্মক্ষম উৎপাদনকারী সংস্থা হিসেবে ৮০ বছরের অভিজ্ঞতা রয়েছে আমাদের। গত অর্থবর্ষে আমরা স্বল্প গতির ১৫,০০০টি মডেল বিক্রি করেছি এবং আগামী দু’বছরের মধ্যে ৫০,০০০ ইউনিট বিক্রি করার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী। সে জন্য আমাদের নেটওয়ার্ক সিস্টেমের শক্তি বৃদ্ধি এবং সম্প্রসারনের জন্য আমরা কাজ করে চলেছি। বর্তমানে সমগ্র দেশে আমাদের ১৫০টি ডিলার এবং সাব ডিলার রয়েছে, এই অঙ্কটি আগামীতে ৩০০-তে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।”

হর্ষ বর্ধন আরো যোগ করেছেন, “সাম্প্রতিক সময়ে পরিবেশের প্রতি বাধ্যবাধকতা, সচেতনতা এবং অর্থনৈতিক সক্ষমতার বাড়বাড়ন্ত দেখে বোঝা যাচ্ছে, আগামীতে সমস্ত যানবাহন ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে সম্পূর্ণ পরিবর্তিত হবে। তাই সংশ্লিষ্ট ক্ষেত্রের সংস্থা হিসেবে আমরা মনে করি যে, এটিই হল সামনে এগিয়ে চলার মোক্ষম সময়।”