নতুন বাইক লঞ্চ করে বাজিমাত, Royal Enfield এর মূল সংস্থার মুনাফা আকাশছোঁয়া

ইদানিং সময়টা বেশ ভালো যাচ্ছে রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস (Eicher Motors)-এর। চলতি আর্থিকবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ব্যাপক মুনাফা ঘরে তোলার কথা…

ইদানিং সময়টা বেশ ভালো যাচ্ছে রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস (Eicher Motors)-এর। চলতি আর্থিকবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ব্যাপক মুনাফা ঘরে তোলার কথা ঘোষণা করল সংস্থাটি। এমনকি উক্ত প্রান্তিকটি এখনও পর্যন্ত সর্বাধিক লাভের মুখ দেখিয়েছে তাদের। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে মোট ৩,৫১৯ কোটি আয় করেছে আইশার মোটরস। আগের বছর ওই সময়ে যার অঙ্ক ২,২৫০ কোটি থাকায় এবার মুনাফা ৫৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আবার এই তিন মাসে কর দেওয়ার আগে আইশার মোটরের লাভের পরিমাণ ছিল ৮২২ কোটি টাকা। তুলনাস্বরূপ আগের বছরের ওই সময়ে কর প্রদানের পূর্বে ৪৭০ কোটি টাকা লাভ হয়েছিল তাদের। এদিকে কর দেওয়ার পর লাভের অঙ্ক দাঁড়িয়েছে হয়েছে ৬৫৭ কোটি টাকায়। তুলনাস্বরূপ, ২০২১-এর একই সময়ে লাভ হয়েছিল ৩৭৩ কোটি টাকা।

রয়্যাল এনফিল্ড জুলাই থেকে সেপ্টেম্বরে মোট ২,০৩,৪৫১টি মোটরবাইক বিক্রি করতে পেরেছে। ২০২১-২২ এর ওই সময়ে বিক্রির ১,২৩,৫১৫ ইউনিট হওয়ার ফলে এবারে বেচাকেনা বৃদ্ধির হার ৬৪.৭ শতাংশ। এই প্রসঙ্গে আইশার মোটরের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল বলেন, “বছরের মাঝামাঝি পর্যন্ত আমাদের সার্বিক পারফরম্যান্স যথেষ্ট উৎসাহজনক। Hunter 350 লঞ্চের পর আমারা বিক্রি বৃদ্ধির সাক্ষী থেকেছি।”

লাল যোগ করেন, “EICMA-তে Super Meteor 650-র সর্বসমক্ষে আনতে পেরেও আমরা ভীষণ খুশি। এটি আমাদের ৬৫০ সিসির পোর্টফোলিও মজবুত করেছে।” প্রসঙ্গত, অক্টোবরে রয়্যাল এনফিল্ড এখনও পর্যন্ত এক মাসে তাদের সর্বাধিক মোটরসাইকেল বিক্রি দেখেছে। যার সংখ্যা ৮০,৭৯২ ইউনিট।

লাল আরও জানান, তাঁদের সংস্থা সম্প্রতি চন্ডীগড় প্রশাসনকে ৪০টি Skyline Pro E ইলেকট্রিক বাস ডেলিভারি করেছে। যা তাদের এখনও পর্যন্ত বৃহত্তম বরাত। রয়্যাল এনফিল্ডের মাধ্যমে টু-হুইলার ছাড়াও আইশার মোটরস এখন তাদের হেভি ডিউটি ট্রাক এবং বাস সেগমেন্টের উন্নয়নের কাজ চালাচ্ছে জোর কদমে।