নভেম্বরে ব্যাপক বিক্রিবাটা দুই চাকার বৈদ্যুতিক গাড়ির, মুখ ভার Hero, Royal Enfield দের

কথায় আছে কারোর পৌষ মাস, তো কারোর সর্বনাশ! পেট্রোল চালিত টু-হুইলার সংস্থাগুলির কপালের ভাঁজ বাড়িয়ে বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠাগুলির পৌষমাস পালন। আসলে এ বছর ভারতে টু-হুইলারের…

কথায় আছে কারোর পৌষ মাস, তো কারোর সর্বনাশ! পেট্রোল চালিত টু-হুইলার সংস্থাগুলির কপালের ভাঁজ বাড়িয়ে বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠাগুলির পৌষমাস পালন। আসলে এ বছর ভারতে টু-হুইলারের বাজার মন্দা গিয়েছে। এমনকি পুজোর দু’মাসের বিক্রিবাটাও তেমন সাড়া জাগাতে পারেনি। দেশের প্রথম সারির টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাগুলি যেমন Hero MotoCorp, TVS অথবা Royal Enfield সকলের ব্যবসার একই দশা। অন্যদিকে এর ঠিক বিপরীত চিত্র দেখা গেছে বৈদ্যুতিক টু-হুইলারের বিক্রিতে। যেখানে জীবাশ্ম জ্বালানি চালিত দু চাকার গাড়ির বিক্রিতে চরম ভাটা দেখা গিয়েছে, সেখানে Hero Electric, Okinawa, Ola, Greaves Mobility, eBikeGo সহ অন্যান্য ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বিক্রির ক্ষেত্রে প্রায় প্রত্যেকেই নতুন নতুন রেকর্ড তৈরি করেছে।

দেশের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) গত মাসে (নভেম্বর) ৩,৪৯,৩৯৩ ইউনিট টু-হুইলার বিক্রি করেছে। কিন্তু এক বছর (২০২০) আগে এই মাসেই সংস্থার বিক্রির সংখ্যাটি ছিল ৫,৯১,০৯১ ইউনিট। অন্যদিকে টিভিএস (TVS)-এর প্রসঙ্গে বলতে গেলে এ বছর নভেম্বরে তাদের টু-হুইলার বিক্রির সংখ্যা ১,৭৫,৯৪০ ইউনিট। গত বছর (২০২০) এই সংখ্যাটিই ছিল ২,৪৭,৭৮৯ ইউনিট। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ব্যবসায় কতটা ঘাটতি চলছে। এবার আসি রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর কথায়, নভেম্বর, ২০২১-এ এদের বিক্রি হয়েছে ৪৪,৮৩০ ইউনিট মোটরসাইকেল। ২০২০-র নভেম্বরে এই সংখ্যাটি ছিল ৫৯,০৮৪।

ভারতের ব্যাটারি চালিত টু-হুইলারের কোম্পানিগুলি নিজেদের তাৎপর্যপূর্ণ বিক্রি বৃদ্ধির পরিসংখ্যান সামনে নিয়ে এসেছে। দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি হিরো ইলেকট্রিক চলতি বছরের নভেম্বরে ৭,০০০-এর অধিক ই-স্কুটার বিক্রি করেছে। বিক্রির নিরিখে ২০২১-এর নভেম্বর ছিল সংস্থাটির জন্য সৌভাগ্যশালী মাস। কারণ গত বছরের একই সময়ে সংস্থাটি মাত্র ১,১৬৯ ইউনিট টু-হুইলার বিক্রি করেছিল।

ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস এন্ড মোবিলিটি (WardWizard Innovations and Mobility)-র অধীনস্থ বিখ্যাত বিদ্যুৎ চালিত টু-হুইলার ব্র্যান্ড Joy e-bike গত মাসে নিজেদের এখনো পর্যন্ত সর্বাধিক বিক্রির রেকর্ডের কথা প্রকাশ করেছে। নভেম্বরে সংস্থাটি ৩,২৯০ টি ইলেকট্রিক সাইকেল বিক্রি করেছে, গত বছরের নভেম্বরে এই সংখ্যাটি ছিল মাত্র ২৫৫ ইউনিট। ফলে জয় ই-বাইকের (Joy e-bike) বিক্রির শতকরা হার ১১৯০% বৃদ্ধি পেয়েছে।