Electric Car Sales: ডিসেম্বরে ভারতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ল 240%, এই প্রথম রেজিস্ট্রেশন ছাড়াল 50 হাজার

এক মাসেই ভারতে বৈদ্যুতিক যানবাহনের নথিভুক্তি (রেজিস্ট্রেশন) ছাড়াল ৫০ হাজার৷ ডিসেম্বরের ঘটনা৷ জেএমকে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স-এর রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে৷ বস্তুত এই প্রথম দেশে…

এক মাসেই ভারতে বৈদ্যুতিক যানবাহনের নথিভুক্তি (রেজিস্ট্রেশন) ছাড়াল ৫০ হাজার৷ ডিসেম্বরের ঘটনা৷ জেএমকে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স-এর রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে৷ বস্তুত এই প্রথম দেশে এক মাসে বিদ্যুৎচালিত যানবাহনের রেজিস্ট্রেশনের সংখ্যা ৫০ হাজার স্পর্শ করেছে৷ গবেষণা ও বিশ্লেষণ নিয়ে কাজ করা সংস্থাটির দাবি, ২০২১-এর ডিসেম্বরে ভারতে ৫০,৮৬৬টি ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে৷ ২০২০-এর ডিসেম্বরের তুলনায় ২৪০ শতাংশ বিক্রি বেড়েছে৷

আবার গত বছরের নভেম্বরের চেয়ে বিক্রি বৃদ্ধি ২১ শতাংশ৷ জেএমকে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০-এর ডিসেম্বরে ভারতে ১৪,৯৭৮টি বিদ্যুৎচালিত যানবাহন নথিভুক্ত হয়েছিল৷ যেখানে গত বছরের নভেম্বরে সংখ্যাটা পৌঁছয় ৪২,০৫৫ ইউনিটে৷

জেএমকে জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বরে যতগুলি বৈদ্যুতিক যানবাহনের রেজিস্ট্রেশন হয়েছিল, তার মধ্যে ৯০.৩ শতাংশ দু’চাকা ও তিন চাকার (প্যাসেঞ্জার) বৈদ্যুতিক গাড়ি৷ মোট ইভি রেজিস্ট্রেশনে ইলেকট্রিক ও স্কুটার ও মোটরসাইকেল হল ৪৮.৬ শতাংশ৷ অন্য দিকে, চার চাকার বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি এবং পণ্য পরিবহনকারী ইলেকট্রিক কার্গো থ্রি-হুইলারের অবদান যথাক্রমে ৪.৩ শতাংশ এবং ৯০.৩ শতাংশ৷

জেএমকে’র সমীক্ষা বলছে, গত মাসে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি নিবন্ধিত হয়েছে৷ দেশে ইভি রেজিস্ট্রেশনের ২৩ শতাংশ নাকি সেই রাজ্যে সম্পন্ন হয়েছে, যা ১০ হাজারের বেশি৷ তারপরে রয়েছে মহারাষ্ট্র (১৩ শতাংশ)৷ তৃতীয় স্থানে কর্ণাটক (৯ শতাংশ)৷ প্রথম পাঁচে থাকা বাকি রাজ্যগুলি হল রাজস্থান (৮ শতাংশ) ও দিল্লি-তামিলনাড়ু (৭ শতাংশ করে)৷