Electricity Scam: আজ রাতেই বিচ্ছিন্ন হবে আপনার ইলেকট্রিক কানেকশন, এই মেসেজ পেয়েছেন কি?

আমাদের রোজকার জীবনে যতরকম কাজ আছে, তার মধ্যে একটি হল ইলেকট্রিক বিল পরিশোধ করা। বাড়িতে নির্বিঘ্নে বিদ্যুৎ সংযোগ উপভোগ করার জন্য সময়ে সময়ে ইলেকট্রনিক বিল…

আমাদের রোজকার জীবনে যতরকম কাজ আছে, তার মধ্যে একটি হল ইলেকট্রিক বিল পরিশোধ করা। বাড়িতে নির্বিঘ্নে বিদ্যুৎ সংযোগ উপভোগ করার জন্য সময়ে সময়ে ইলেকট্রনিক বিল মেটানো একান্ত জরুরি, নাহলে ফাইন মানে জরিমানা থেকে শুরু করে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে আপনি যদি সাম্প্রতিককালে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন, তাহলে একটু সতর্ক থাকুন। কারণ এই বিষয়টিকে কেন্দ্র করেই আপনি বড় কেলেঙ্কারির শিকার হতে পারেন। হ্যাঁ, ঠিকই বলছি। আসলে একশ্রেণীর মানুষ প্রতিনিয়ত বাকিদের ঠকানোর চেষ্টা করে চলেছে; এই জন্য তারা নিত্যনতুন কৌশলও অবলম্বন করছে। তবে এবার ঠিক একই কারণে তারা ভুয়ো মেসেজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জালিয়াতি করতে চাইছে। এমনিতে এসএমএস স্ক্যাম অন্যতম পুরনো একটি প্রতারণার মাধ্যম। কিন্তু এই নতুন ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিভিন্ন (কানেকশন ডিসকানেক্ট) করার ভয় দেখিয়ে ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে, যার ফাঁদে পা দিলেই ব্যাস!

ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করার নামে ছড়াচ্ছে এই মেসেজ

সাধারণত, বিভিন্ন বিদ্যুৎ বোর্ড গ্রাহকদের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য রিমাইন্ডার দেয়। সেক্ষেত্রে এই বিষয়টিকে হাতিয়ার করে জালিয়াতরা এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা টেক্সট মেসেজের মাধ্যমে সাধারণ মানুষকে শিকার বানানোর চেষ্টা করছে। কিছু টুইটার (Twitter) ইউজার সম্প্রতি এরকম একটি মেসেজ সম্পর্কে জানিয়েছেন, যেখানে একটি সাধারণ নম্বর থেকে মেসেজ আসে এবং মেসেজ প্রাপকদের একটি নির্দিষ্ট নম্বরে ফোন কল করতে বলা হয়। এতে থাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সাবধানবাণীও।

ভুয়ো মেসেজের সাতকাহন

গোটা গোটা ইংরেজিতে গ্রাহকদের যে মেসেজ পাঠানো হয় তাতে লেখা থাকে – ‘প্রিয় গ্রাহক, আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আজ রাত ৯.৩০ মিনিটে বিদ্যুৎ অফিস থেকে। কারণ আপনার গত মাসের বিল আপডেট করা হয়নি। অনুগ্রহ করে অবিলম্বে আমাদের বিদ্যুৎ কর্মকর্তার সাথে ৮২৬০৩০৩৯৪২ নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।’ স্বাভাবিকভাবে এই মেসেজ পেলে অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়বে। অনেকে হয়ত হতভম্বও হয়ে পড়বেন। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে মেসেজটি ভুয়ো। এটি কোনো অফিসিয়াল সোর্স থেকে নয়, বরঞ্চ সাধারণ নম্বর থেকে এসেছে। তাছাড়া মেসেজের বাক্য গঠন, বানান বা গ্রামার সঠিক নয়; এমনকি ভুল জায়গায় রয়েছে ফুল স্টপও। তাই এই ধরণের মেসেজ সবসময় এড়িয়ে চলাই শ্রেয়, নচেৎ আপনার টাকা-ব্যক্তিগত তথ্য ইত্যাদি খোয়া যেতে পারে। চাইলে, নিজের কনজিউমার আইডি ব্যবহার করে আপনারা সংশ্লিষ্ট বোর্ডের নির্দিষ্ট অপশন থেকে কোনো বিল বাকি আছে কিনা চেক করে দেখতে পারেন।

Electricity Bill Scam, Fake Messages claim connection disconnect beware, ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করার নামে ছড়াচ্ছে মেসেজ, ভুয়ো মেসেজের সাতকাহন, Beware of Electricity Bill Scam
টেকগাপ মেম্বারের কাছে এসেছে এই মেসেজ

প্রসঙ্গত, এই বিদ্যুৎ কেলেঙ্কারির ঘটনা সর্বাধিক ঘটেছে গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং ওড়িশার শহরগুলিতে। মহারাষ্ট্র সাইবার সেল সাধারণ মানুষকে এই ধরনের মেসেজ থেকে সতর্ক থাকার কথা বলেছে। কারণ যারা কোনোভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ভুলে গেছেন, তাদের বেশিরভাগই এভাবে কেলেঙ্কারির মুখে পড়তে পারেন। তবে শুধু যে উল্লিখিত সমস্ত জায়গায় এই কেলেঙ্কারি ঘটানো হচ্ছে বা যারা বিদ্যুৎ বিল পরিশোধ করেননি তারাই কেবল এই ধরণের মেসেজ পাচ্ছেন তা নয়। সম্প্রতি আমাদের টেকগাপ টিমের একজনের বাড়ির বয়স্ক সদস্যই এই একই মেসেজ পেয়েছেন। যেহেতু কিছুদিন আগেই তাদের বিল মেটানো হয়েছে, তাই তারা অবাক হয়ে মেসেজটিকে খুঁটিয়ে দেখেন। এরপরেই সত্যি সামনে আসে।