ElectronEV: ভারতে ব্যবসা শুরু করবে মার্কিং সংস্থা, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ি লঞ্চের পরিকল্পনা

ভারতে যে হারে বৈদ্যুতিক যানবাহনের প্রাদুর্ভাব ঘটছে, তাতে বলা যায় একসময় প্রথাগত জ্বালানির যানবাহন লুপ্তপ্রায় হয়ে উঠবে। যতদিন যাচ্ছে তত বেশি বিদেশি সংস্থার আবির্ভাব ঘটছে।…

ভারতে যে হারে বৈদ্যুতিক যানবাহনের প্রাদুর্ভাব ঘটছে, তাতে বলা যায় একসময় প্রথাগত জ্বালানির যানবাহন লুপ্তপ্রায় হয়ে উঠবে। যতদিন যাচ্ছে তত বেশি বিদেশি সংস্থার আবির্ভাব ঘটছে। সাথে বিভিন্ন সেগমেন্টের বৈদ্যুতিক গাড়ি নিয়ে হাজির হচ্ছে। এবারে মার্কিন বহুজাতিক গাড়ি নির্মাতা ইলেকট্রনইভি (ElectronEV) এদেশে লাইট, মিডিয়াম এবং হেভি কমার্শিয়াল ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনার কথা ঘোষণা করল।

তারা জানিয়েছে এদেশে বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহন লঞ্চ করার পর বিভিন্ন পরিষেবা চালু করবে। যার মধ্যে রয়েছে কাস্টমাইজড ইলেকট্রিক ভেহিকেল, ভেহিকেল ম্যানেজমেন্ট সলিউশন, ডিজিটাল ককপিট, রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক সলিউশন সহ আরও অন্যান্য। এছাড়াও ভারতের বৈদ্যুতিক চার্জিং স্টেশন পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগী হবে তারা।

ভারতের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বাজারেও বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ি নিয়ে আসবে ইলেকট্রনইভি। তাদের আসন্ন মডেল গুলির মধ্যে থাকবে ইলেকট্রিক ভ্যান, ট্রাক এবং বাস। সংস্থাটি ব্যাটারি প্রযুক্তির সীমাবদ্ধতা, উচ্চ মূলধন খরচ, বৈদ্যুতিক গাড়ির দাম, চার্জিং পরিকাঠামোর সরবরাহ, ইলেকট্রিক গাড়ির বেশি চার্জিং টাইম ইত্যাদি জটিল ক্ষেত্রগুলিতে দৃষ্টিনিক্ষেপ করবে। তাদের গাড়িগুলি স্মার্ট, মডিউলার, হেভি ডিউটি ব্যাটারি, উন্নত চ্যাসিস এবং সফটওয়্যার চালিত মোটর সহ আসবে।

এদেশে গ্রাহকদের চাহিদা পূরণ করতে উন্নত প্রযুক্তির উপর ভর করে ছোট ছোট একাধিক নির্মাণ কেন্দ্র চালু করবে বলে জানিয়েছে সংস্থা। এই প্রসঙ্গে ElectronEV-র প্রতিষ্ঠাতা রাকেশ কোনেরু বলেন, “বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ভারত ক্রমশই বৃহত্তম এবং দ্রুততম বাজার হিসেবে এগোচ্ছে। সে কারণে এদেশের B2B ও B2C সেগমেন্টে চাহিদা পূরণ করতে আমরা গাড়ি লঞ্চ করতে চলেছি।” প্রসঙ্গত, জুলাইয়ে ভারতে মাঝারি এবং ভারী বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ির বেচাকেনা হয়েছে ৮,৫২২ ইউনিট। ২০২১-এর ওইসময়ে যার পরিমাণ ছিল ৫,৪১৬। ফলে এবারে ৫৭% বিক্রিতে উত্থান ঘটেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন