Elon Mask ও টুইটারের ডিলে 'মালামাল' প্রাক্তন সিইও জ্যাক ডরসি, পেলেন প্রায় ৭৪৮৪ কোটি টাকা

একথা আমাদের সকলেরই জানা যে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং Tesla (টেসলা)-র সিইও ইলন মাস্ক (Elon Musk) এখন জনপ্রিয়...
Anwesha Nandi 29 April 2022 12:45 PM IST

একথা আমাদের সকলেরই জানা যে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং Tesla (টেসলা)-র সিইও ইলন মাস্ক (Elon Musk) এখন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (Twitter)-এর নতুন মালিক। ইলন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার জন্য সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যার অধীনে, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার সম্পূর্ণভাবে তাঁর হয়ে যাবে। যদিও চুক্তিটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগবে এবং তারপরে এই মাইক্রো ব্লগিং সাইটটি মাস্কের মালিকানাধীন একটি প্রাইভেট কোম্পানিতে পরিণত হবে। আপাতত ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মাস্কের টুইটার কেনার খবরেই এখন সরগরম টেক দুনিয়া, কিন্তু এই চুক্তির সুবাদে যে আরও বেশ কয়েকজন ব্যক্তি ভালোরকমভাবে লাভবান হতে চলেছেন, সে খবর জানেন কী? আসুন সেই তালিকায় কারা কারা আছেন, তার ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

এই তালিকায় রয়েছেন টুইটারের প্রাক্তন সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey)। ইলন মাস্ক সম্পূর্ণভাবে টুইটার অধিগ্রহণ করার পর ডরসি পাবেন ৯৭৮ মিলিয়ন ডলার (প্রায় ৭৪৮৪.৪৪ কোটি টাকা)। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, জ্যাক ডরসি এখন আর টুইটারের সিইও না হওয়া সত্ত্বেও কেন এত বিশাল পরিমাণ টাকা হাতে পাবেন? আসলে টুইটারে ডরসির ২.৪ শতাংশ শেয়ার রয়েছে, যার পরিমাণ প্রায় ১৮ মিলিয়ন শেয়ারের সমান। আর শেয়ার প্রতি ৫৪.২০ ডলার হিসেবে মোট ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করেছেন ইলন মাস্ক। The Warp-এর প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির পর ডরসির শেয়ার নগদে রূপান্তরিত হবে এবং তিনি তাঁর শেয়ারের সমতুল্য অর্থ, অর্থাৎ ৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে যাবেন।

ডরসির পাশাপাশি মোটা অঙ্কের টাকা পেতে চলেছেন টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal)। এক্ষেত্রে বলে রাখি, গত বছরের নভেম্বরে জ্যাক ডরসি পদ ছাড়ার পর সংস্থার সিইও পদে বহাল হন পরাগ। ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই সংস্থার বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে নিয়ে সংবাদমহলে নানারকম প্রশ্ন উঠেছে। জনপ্রিয়তম মাইক্রো ব্লগিং সাইটের ১০০ শতাংশের মালিকানা পাওয়ার পর মাস্ক কি তাঁকে আদৌ এই পদে আর রাখবেন, নাকি তাঁকে ছাঁটাই করে দেওয়া হবে? তবে সম্প্রতি জানা গেছে যে, মালিকানা বদলের চুক্তিটি সম্পন্ন হওয়ার ১২ মাসের মধ্যে পরাগকে ছাঁটাই করতে হলে মাস্কের পকেট থেকে খসবে প্রায় ৪২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩২১ কোটি টাকারও কিছু বেশি)। ফলে আগামী দিনে সিইও না থাকলেও আরামসে পরাগের পকেটে ঢুকে যাবে ৩২১ কোটি টাকা, যা রীতিমতো এক চমকপ্রদ ব্যাপার!

ফলে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, এখন কোটি কোটি টাকার খেলা চলছে টেক দুনিয়ায়, আর এই খবরেই এখন সরগরম গোটা বিশ্ব। যদিও এই লেনদেনের খেলা যে হঠাৎ করেই শুরু হয়েছে তা নয়, গত জানুয়ারি থেকেই টুইটার কিনে ফেলার পরিকল্পনা করছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এরপর বহু আলোচনার পর এই মাসের গোড়ার দিকে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর সংস্থাটি মাস্ককে বোর্ড মেম্বার হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে প্রথম দিকে বোর্ডে যোগ দিতে অস্বীকার করলেও পরে শেয়ার পিছু ৫৪.২০ ডলার হিসেবে কোম্পানিটিকে কিনে নেওয়ার জন্য মোট ৪৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। আর এর ফলস্বরূপ বর্তমানে টুইটারের রথের রশি এখন পুরোপুরি ইলন মাস্কের হাতে। তবে বিশ্বের সবচেয়ে বড়ো ধনকুবেরের হাতে পড়ে টুইটারের ভাগ্যের চাকা এখন কোনদিকে ঘুরতে চলেছে, তার উত্তর একমাত্র সময়ের কাছেই রয়েছে।

Show Full Article
Next Story