ভারতে শীঘ্রই চালু হবে Starlink ব্রডব্যান্ড পরিষেবা, নিয়ম মেনে চলতে রাজি ইলন মাস্কের সংস্থা

ভারতে স্টারলিঙ্ক পরিষেবা শুরু করার পথে একধাপ এগোলেন ইলন মাস্ক। কেন্দ্রের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানতে রাজি তিনি। এখন শুধু অপেক্ষা সরকারি অনুমোদনের।

Suvrodeep Chakraborty 12 Nov 2024 11:15 AM IST

ভারতে দ্রুত চালু হতে পারে স্টারলিঙ্ক (Starlink) এর স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা। কিছুদিন আগে কেন্দ্রের তরফে জানানো হয়, ডেটা এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানলে তবেই অনুমোদন প্রক্রিয়ায় যাওয়া যাবে। এদিন সেই নিয়ম মানতে রাজি হয়েছে সংস্থার কর্ণধার ইলন মাস্ক। দেশে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে এই স্টারলিঙ্ক।

সংবাদ মাধ্যম মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, টেলিকমিউনিকেশন বিভাগের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকের পর প্রয়োজনীয় নির্দেশিকা মেনে চলতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে স্টারলিঙ্ক। এই অনুমোদন GMPCS লাইসেন্স নামে পরিচিত। যদিও আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক হলেও আনুষ্ঠানিকভাবে এখনও তার সম্মতি চুক্তি জমা করেনি সংস্থা।

উল্লেখ্য, টেলিকম দফতরের পক্ষ থেকে কিছুদিন আগে ডেটা স্থানীয়করণ এবং নিরাপত্তার নিয়মগুলি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয় স্টারলিঙ্ককে। এই নিয়ম মেনে চললে তবেই GMPCS লাইসেন্স দেওয়া হবে বলে জানানো হয়। যা সংস্থাটিকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ট্রায়াল স্পেকট্রামে অংশগ্রহণ নিতে সাহায্য করবে।

জানা গিয়েছে, ২০২২ সালে এই লাইসেন্সের জন্য আবেদন করে স্টারলিঙ্ক। অন্যান্য অনুমোদনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের কাছে (IN-SPACE) আবেদনপত্র জমা করে সংস্থা। তবে অনুমোদন দেওয়ার আগে স্টারলিঙ্ক এবং অ্যামাজনের কাছ থেকে পরিষেবা সংক্রান্ত আরও বিশদ তথ্য জানতে চাওয়া হয়েছে। উভয় সংস্থাই ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা দ্বারা চাওয়া প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে স্টারলিঙ্ক এর অগ্রগতি এবং আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের জড়িত থাকার মধ্যে যোগসূত্র রয়েছে। ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা ভারত-সহ গোটা বিশ্বে স্টারলিঙ্ক ব্রডব্যান্ড পরিষেবাকে আরও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Show Full Article
Next Story