Elon Musk xAI: সুপারকম্পিউটারের উপর কাজ শুরু করল ইলন মাস্ক

Tesla এবং SpaceX-এর মতো সংস্থার মালিক ইলন মাস্ক সম্প্রতি তাদের আর্টিফিশিয়াল এআই (Artificial Intelligence) স্টার্টআপ...
techgup 30 May 2024 12:49 PM IST

Tesla এবং SpaceX-এর মতো সংস্থার মালিক ইলন মাস্ক সম্প্রতি তাদের আর্টিফিশিয়াল এআই (Artificial Intelligence) স্টার্টআপ xAI-এর কিছু ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন। দ্য ইনফরমেশনের একটি রিপোর্ট অনুসারে, মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন যে, xAI একটি সুপার কম্পিউটার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। আর পরবর্তী কালে এই সুপার কম্পিউটারটি AI chatbot এবং Grok-এর সাথে আরও শক্তিশালী ভাবে কাজ করবে। আশা করা যাচ্ছে, ২০২৫ সাল শুরুর পরই এই সুপার কম্পিউটারটিকে বাণিজ্যিকভাবে লঞ্চ করা হবে।

মাস্ক আরো উল্লেখ করেছেন যে, xAI এই সুপার কম্পিউটার তৈরি করার জন্য Oracle-এর সাথে একটি অংশীদারিত্ব করেছে। তবে এই প্রসঙ্গে xAI বা Oracle কেউই কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রিপোর্ট অনুযায়ী, এই সুপার কম্পিউটারটি Nvidia-র এইচ ১০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-এর ইন্টার কানেক্টেড গ্রুপগুলি নিয়ে গঠিত হবে। উল্লেখ্য, এই জিপিইউ ক্লাস্টারগুলি বর্তমানের তুলনায় আকারে অন্তত ৪ গুণ বড় হবে। আসলে ডেটা সেন্টারগুলিতে এআই সম্পর্কিত কাজের জন্য Nvidia এইচ ১০০ জিপিইউ চিপ প্রথম পছন্দ হওয়ায় এক্ষেত্রেও এই জিপিইউকে বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ইলন মাস্ক xAI প্রতিষ্ঠা করে। মনে করা হচ্ছে মাইক্রোসফট সাপোর্টেড OpenAI, Google এবং Alphabet-এর মতো প্রতিষ্ঠানগুলিকে AI-এর ক্ষেত্রে বেশ বড়সড়ো প্রতিযোগিতার সম্মুখীন করতে চলেছে ইলন মাস্ক। যদিও, মাস্ক নিজেই OpenAI-এর সহ প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন।

Show Full Article
Next Story