এই শর্ত না মানলে ভারতে চালু হবে না Starlink এর ব্রডব্যান্ড পরিষেবা, চাপ বাড়লো ইলন মাস্কের উপর
Elon Musks Starlink Maintain Security Requirement - ইলন মাস্কের এই সংস্থার দাবি, তারা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সক্ষম। বিপজ্জনক পরিস্থিতিতে এই স্যাটেলাইট ইন্টারনেট উদ্ধারকার্যে সাহায্য করতে পারে।
ভারতে নতুন পরিষেবা শুরু করতে গিয়ে ফের হোঁচট খেলেন ইলন মাস্ক। তাঁর সংস্থা স্টারলিংকের উপর বড় শর্ত চাপাল কেন্দ্র। Starlink ছাড়াও অ্যামাজনকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন টেলিকম দফতরের পক্ষ থেকে দুই সংস্থাকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। যা না করতে পারলে পরিষেবা চালু করার জন্য অনুমতি দেবে না সরকার।
বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের এই পদক্ষেপের পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন মুকেশ আম্বানি। কারণ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবায় মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রূপ ইতিমধ্যে অনুমোদন পেয়ে গিয়েছে। অন্যদিকে উক্ত দুই সংস্থার আবেদনে এখনও সাড়া দেয়নি টেলিকম দফতর।
কী জানিয়েছে কেন্দ্র?
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, স্টারলিংক এবং অ্যামাজনকে ডেটা নিরাপত্তা, কভারেজ এরিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে বলেছে কেন্দ্র। যার ফলে এখনও নিরাপত্তা স্তরের অনুমোদন পেয়ে উঠতে পারেনি কেউই।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবথেকে বড় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ইলন মাস্কের স্টারলিংক। কয়েক বছর আগেই ভারতে এই পরিষেবা শুরু করার জন্য আবেদন করে সংস্থা। কিন্তু এখনও অনুমোদন পেয়ে ওঠেনি স্টারলিংক।
ইলন মাস্কের এই সংস্থার দাবি, তারা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সক্ষম। বিপজ্জনক পরিস্থিতিতে এই স্যাটেলাইট ইন্টারনেট উদ্ধারকার্যে সাহায্য করতে পারে।
সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়েছে, নিরাপত্তা অত্যন্ত জরুরি। যতক্ষণ না এই রিপোর্ট তারা জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অনুমোদনের কাজ এগোনো যাবে না। এক আধিকারিক জানিয়েছেন, তবে টেলিকম দফতর আরও কিছু সময় অপেক্ষা করবে। পরিষেবা শুরু করার আগে সব বক্সে টিক থাকতে হবে।
প্রসঙ্গত, এর আগে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে সরকারকে স্টারলিংক জানিয়েছিল, তাদের কোনও বিনিয়োগকারী ভারতের সঙ্গে স্থল সীমান্তে ভাগ করা দেশগুলির (এক্ষেত্রে চিন ও পাকিস্তান) নাগরিক নয়। সরকারের পক্ষ থেকে সেটি মেনেও নেওয়া হয়েছে। তবে ডেটা নিরাপত্তা ও কভারেজ এরিয়া সংক্রান্ত তথ্য এখনও জমা দেয়নি স্টারলিংক বা অ্যামাজন কোনও সংস্থাই।
Elon Musks Starlink Maintain Security Requirement - ইলন মাস্কের এই সংস্থার দাবি, তারা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সক্ষম। বিপজ্জনক পরিস্থিতিতে এই স্যাটেলাইট ইন্টারনেট উদ্ধারকার্যে সাহায্য করতে পারে।