EV Charging Station: রাজধানীতে 3 হাজার চার্জিং স্টেশন গড়ে তুলবে ETO Motors

মোবিলিটি সলিউশন কোম্পানি ETO Motors দিল্লি এনসিআর-এ আগামী ২-৩ বছরের মধ্যে ২,০০০-৩,০০০ চার্জিং স্টেশন বসানোর উদ্দেশ্যে Tata Power DDL ও BSES-এর সাথে হাত মেলালো। ভারতে…

মোবিলিটি সলিউশন কোম্পানি ETO Motors দিল্লি এনসিআর-এ আগামী ২-৩ বছরের মধ্যে ২,০০০-৩,০০০ চার্জিং স্টেশন বসানোর উদ্দেশ্যে Tata Power DDL ও BSES-এর সাথে হাত মেলালো। ভারতে ETO Motors ইতিমধ্যেই ৩০ মেগাওয়াট ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পরিকাঠামো তৈরি করেছে। কাজেই বলা যায়, এক্ষেত্রে যথেষ্টই অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির। তবে এবারে Tata Power DDL ও BSES-এর সাথে জোটবদ্ধ হওয়ার ফলে দেশে চার্জিং পরিকাঠামো তৈরির চ্যালেঞ্জকে পরাস্ত করা আরও সহজ হবে ETO Motors-এর কাছে। এমনকি আগামী ৫ বছরের মধ্যে সংস্থাটি দিল্লিতে ১০,০০০ বৈদ্যুতিক চার্জিং স্টেশন বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।

দিল্লির সরবরাহকারী কোম্পানিগুলি (DISCOMs), যার মধ্যে রয়েছে BSES Rajdhani, BSES Yamuna ও Tata Power DDL একত্রে ইটিও মোটর্স (ETO Motors)-কে ভর্তুকিযুক্ত চার্জিং স্টেশন বসানোর কাজে ৩ বছরের জন্য নিযুক্ত করেছে। গত বছর জুলাই-তে DISCOMs-এর হয়ে দরপত্র ডেকেছিল BSES Rajdhani।

DISCOMs-এর ওয়েবসাইট থেকে সিঙ্গেল উইন্ডো সুবিধা যুক্ত এই চার্জিং স্টেশনগুলির সাথে অন্য চার্জারের দাম এবং ফিচার্স তুলনা করে দেখার সুবিধা পাবেন গ্রাহকরা। এমনকি অনলাইন মাধ্যম অথবা একটি ফোন কলে চার্জারের অর্ডার এবং বসানোর দিনক্ষণও স্থির করা যাবে বলে জানানো হয়েছে।

প্রথম ৩০,০০০ চার্জিং স্টেশন বসানোর জন্য দিল্লি সরকার প্রত্যেকটিতে ৬,০০০ টাকা করে ভর্তুকি দেবে। এ প্রসঙ্গে ইটিও মোটর্স (ETO Motors)-এর কর্ণধার এন কে রাওয়াল (N K Rawal) বলেছেন, “BSES Tata Power DDL এর দ্বারা রাজধানীর বৈদ্যুতিক গতিশীলতায় অংশগ্রহণকারী হিসেবে নিযুক্ত হতে পেরে ETO Motors আনন্দিত। যা ইভি ইকোসিস্টেমের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, ২০২০-র ৭ আগস্ট দিল্লি সরকার ইলেকট্রিক ভেহিকেল পলিসি-র ঘোষণা করেছিল। যার উদ্দেশ্য রাজ্যের বাসিন্দারা যাতে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি উৎসাহিত হয় এবং একটি বৈদ্যুতিক যানবাহনের রাজধানী গড়ে তোলা যায়। এছাড়াও দিল্লির বায়ু সতেজ করে তোলার লক্ষ্যে এই পলিসি ঘোষণা করা হয়।

দিল্লির আধা-পাবলিক সাইট যেমন শপিং মল, অফিসকাচারি, কলেজ এবং বেসরকারি ক্ষেত্রগুলিতে চার্জিং স্টেশন বসানোর কাজ করবে ETO Motors। এটি হায়দ্রাবাদের একটি কোম্পানি। এছাড়া হায়দ্রাবাদ, দিল্লী, ব্যাঙ্গালোর, নয়ডা, নাগপুর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমে যাত্রী এবং পণ্য পরিবহনকারী গাড়ি ভাড়া দেয় সংস্থাটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন