EV Adoption: পেট্রোল গাড়ি না-পসন্দ, আগামীর কথা ভেবে বৈদ্যুতিক যানেই ভরসা রাখছে ক্রেতারা

ভারতের বাজারে জীবাশ্ম জ্বালানির দাম যে হারে বেড়ে চলেছে তাতে শাপে বর হল এবার। বহু মানুষ পেট্রোল-ডিজেল চালিত গাড়ির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বৈদ্যুতিক যানবাহনের…

ভারতের বাজারে জীবাশ্ম জ্বালানির দাম যে হারে বেড়ে চলেছে তাতে শাপে বর হল এবার। বহু মানুষ পেট্রোল-ডিজেল চালিত গাড়ির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বৈদ্যুতিক যানবাহনের প্রতি উৎসাহ বাড়ার ফলে বিক্রি বেড়েছে প্রস্তুতকারী সংস্থাগুলির। তবে কেবল ভারতেই নয় সমগ্র বিশ্বের চিত্রটা কমবেশি একই। প্রায় রোজই দেশ-বিদেশের অটোমোবাইল স্টার্টআপ সংস্থাগুলি নিজেদের বিক্রি বাড়ার খবরটি গর্বের সঙ্গে জনসমক্ষে আনছে। এটা যেমন জ্বালানি তেলের উপর নির্ভরতা কমার আভাস, তেমনই পরিবেশ দূষণ কমার ইঙ্গিত বলেই মত পরিবেশবিদদের। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমীক্ষা চালাচ্ছে একাধিক সংস্থা। সদ্য প্রকাশিত এমনই এক সমীক্ষায় দেখা গেছে সমগ্র বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন বৈদ্যুতিক গাড়ি কিনতে আগ্ৰহী। AlixPartner নামক একটি মার্কিন পরামর্শদাতা সংস্থা সম্প্রতি “International Electric Vehicles Consumer Sentiment” সমীক্ষাটি চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে বর্তমানে যত সংখ্যক মানুষ বৈদ্যুতিক গাড়ি কিনতে চাইছেন আগামী দিনে সেই সংখ্যাটি দ্বিগুণ হবে।

গত দু’বছরের তুলনায় এবছর বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির গ্রাহকের সংখ্যা ১১% বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক যানবাহনের দামে পতন, রেঞ্জ বৃদ্ধি এবং ইলেকট্রিক চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ার ফলে বিশ্ববাজারে এর চাহিদা বেড়েই চলেছে। তথাপি সমগ্র বিশ্বে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির গ্রাহকের সংখ্যার তুলনায় বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকারীর সংখ্যা এখনো অতি নগণ্য। আগামী দিনে যদিও চিত্রটা উলটে যাওয়ার সম্ভাবনা প্রবল।

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন যে হারে বেড়ে চলেছে তার অন্যতম কারণ বিশ্বের নামিদামি সংস্থাগুলি নিজেদের গাড়ির তালিকায় নতুন নতুন ইলেকট্রিক মডেল যোগ করছে। সেগুলি ডিজাইন এবং ফিচারে যতটা অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, ততোধিক সুরক্ষিত এবং সাশ্রয়ী। এগুলি ছাড়াও সংশ্লিষ্ট দেশের সরকারের সহায়তা এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে।

AlixPartner গত আগস্টে একাধিক দেশের ৮,০০০ এর বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়েছিল। যাদের মধ্যে ৮৫% মানুষ বিশ্ববাজারের যাত্রী পরিবহনকারী বৈদ্যুতিক গাড়ির স্বপক্ষে কথা বলেছেন। এছাড়াও রিপোর্টে দেখা গেছে আমেরিকায় ২,০৫৪ জন মানুষের মধ্যে ১৯% লোকই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি কিনতে উৎসুক। গত বছর এই শতকরা হারটি ছিল মাত্র ৫%।

চীন, যা বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির বাজার হিসেবে পরিগণিত হয়, সেখানে সমীক্ষাকৃত মানুষের অর্ধেকের বেশি নাগরিকই পরিবেশবান্ধব যানবাহনের উপর ভরসা করেন। এমনকি সমীক্ষায় দেখা গেছে বর্তমানে বৈদ্যুতিক মোটরকার সংস্থাগুলি রেঞ্জের বিষয়ে বেশি জোর দিচ্ছে, বিগত বছরগুলিতে যা এতটা নজরে আসেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন