Yuvraj Singh BMW: যুবরাজের গ্যারাজে নতুন গাড়ি, কিনতে কত খরচ হল প্রাক্তন ক্রিকেটারের?

লেটেস্ট জেনারেশন BMW X7 বাড়ি নিয়ে এলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা এক সময়ের বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)‌। xDrive40i M…

লেটেস্ট জেনারেশন BMW X7 বাড়ি নিয়ে এলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা এক সময়ের বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)‌। xDrive40i M Sports ভ্যারিয়েন্টটি কিনেছেন তিনি। এই টপ এন্ড মডেল কিনতে গিয়ে তাঁর খরচ হয়েছে ১.১৭ কোটি টাকা। উল্লেখ্য, বিলাসবহুল গাড়িটি এখন ভারতে বিএমডব্লিউয়ের ফ্ল্যাগশিপ এসইউভি।

যুবরাজ নীল রঙের BMW X7 কিনেছেন। এই কালার অপশনের পোশাকি নাম ফাইটনিক ব্লু। এছাড়াও, একই সংস্থার F10 M5, E60 M5, F86 X6M, এবং E46 M3 মডেলের গাড়িও আছে তাঁর সংগ্রহে। যুবরাজের সদ্য কেনা xDrive40i একটি ৩.০ লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা সর্বোচ্চ ৩৪০ হর্সপাওয়ার এবং ৪৫০ এনএম টর্ক উৎপন্ন করে। ঘন্টায় সর্বোচ্চ ২৪৫ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এটি।

গাড়িটি ০-১০০ কিমি গতি তুলতে সময় নেয় মাত্র ৬.১ সেকেন্ড। তবে ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্টের টপ স্পিড (২২৭ কিমি) ও  অ্যাক্সেলারেশন পাওয়ার (৭ সেকেন্ড) একটু কম। উভয় ইঞ্জিন ৮-স্পিড গিয়ারবক্সের সাথে উপলব্ধ। ফোর হুইল ড্রাইভ হওয়ার ফলে ইঞ্জিন থেকে চারটি চাকায় শক্তি এসে পৌঁছয়। ফিচারগুলিও বেশ আকর্ষণীয়।

BMW xDrive40i M Sports এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি টেলল্যাম্প, হাই কোয়ালিটি লেদার সিট, প্যানারমিক সানরুফ,  অ্যাম্বিয়েন্ট লাইটিং, ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্রভৃতি। গাড়িটি সাত বা আট আসনের বিকল্পে উপলব্ধ।