Exclusive: Infinix Note 10 Pro ফোনের প্রথম সেল ২২ জুন, জানুন দাম ও স্পেসিফিকেশন

চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Note 10 ও Infinix Note 10 Pro। ইতিমধ্যেই প্রথম ফোনটির সেল শুরু হয়েছে। যদিও প্রো ভ্যারিয়েন্ট এখন কেবল…

চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Note 10 ও Infinix Note 10 Pro। ইতিমধ্যেই প্রথম ফোনটির সেল শুরু হয়েছে। যদিও প্রো ভ্যারিয়েন্ট এখন কেবল প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। তবে ফোনটির প্রথম সেলের তারিখ টেকগাপ জানতে পেরেছে। আগামী ২২ জুন ইনফিনিক্স নোট ১০ প্রো প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর।

Infinix Note 10 Pro ফোনের প্রথম সেল ২২ জুন

ইনফিনিক্স নোট ১০ প্রো ২২ জুন দুপুর ১২ টায় Flipkart থেকে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবেন।

Infinix Note 10 Pro ফোনের দাম

ইনফিনিক্স নোট ১০ প্রো ফোনের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। ফোনটি ৯৫° ব্ল্যাক, নর্ডিক সেক্রেট ও ৭° পার্পেল কালারে পাওয়া যাবে।

Infinix Note 10 Pro ফোনের স্পেসিফিকেশন, ফিচার

ইনফিনিক্স নোট ১০ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৯৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪৬০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট অফার করবে। এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (সুপার ম্যাক্রো লেন্স হিসাবে ব্যবহার করা যাবে), ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর। ইনফিনিক্স নোট ১০ প্রো ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Infinix Note 10 Pro ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ৭.৬ কাস্টম ওএস-এ চলবে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ড স্লট, ডুয়েল সিম সাপোর্ট, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন