Facebook: ১টি অ্যাকাউন্টের ভিত্তিতে চালানো যাবে ৫টি প্রোফাইল, নতুন ফিচার আনার ভাবনা সোশ্যাল মিডিয়া জায়ান্টের

দেড় দশকেরও বেশি সময় ধরে গোটা বিশ্ববাসীকে যে সোশ্যাল মিডিয়ার মায়াজালে আচ্ছন্ন করে রেখেছে Facebook (ফেসবুক), সেকথা যে...
Anwesha Nandi 15 July 2022 2:08 PM IST

দেড় দশকেরও বেশি সময় ধরে গোটা বিশ্ববাসীকে যে সোশ্যাল মিডিয়ার মায়াজালে আচ্ছন্ন করে রেখেছে Facebook (ফেসবুক), সেকথা যে কেউ এক বাক্যে স্বীকার করবেন! সময়ের সাথে বহু প্রযুক্তি কোম্পানি জনপ্রিয়তা হারালেও, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি দিন দিন যেন ফুলে ফেঁপে উঠছে; আর, প্রায় নিত্যদিনই এতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। সেক্ষেত্রে এতদিন মাল্টিপল লগইন অর্থাৎ যেকোনো সময়ে যেকোনো ডিভাইসে (অ্যাপ বা ওয়েবসাইটে) Facebook লগইন করার সুবিধায় ইউজাররা মজে থাকলেও, এবার তাদের আরও আকৃষ্ট করতে একটি নতুন সুবিধা আনার কথা ভাবছে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটির মূল সংস্থা Meta Inc. (মেটা ইনক)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, কোম্পানিটি বলেছে যে তারা Facebook ব্যবহারকারীদের একটি অ্যাকাউন্টের অধীনে মাল্টিপল প্রোফাইল তৈরি করার ফিচার আনতে পারে। এক্ষেত্রে একটি অ্যাকাউন্টের ভিত্তিতে মোট পাঁচটি প্রোফাইল তৈরি করে ব্যবহার করা যাবে, প্রত্যেকটি প্রোফাইল আসল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে।

হঠাৎ কেন মাল্টিপল প্রোফাইল তৈরির ফিচার আনবে Facebook?

সংস্থার বক্তব্য শুনে মনে হচ্ছে, ইউজারদের ফেসবুকের সাথে সংযোগ বাড়াতে (সোজা কথায় বললে ফেসবুকের ব্যবহার আরো বাড়াতে) এই নতুন ফিচার আনার চিন্তা ভাবনা চলছে। যদিও মেটা এই বিষয়ে জানিয়েছে যে, এই ফিচারটি ইউজারদের আগ্রহ এবং সম্পর্কের উপর ভিত্তি করে তাদের আলাদা আলাদা প্রোফাইল বানানোর সুবিধা দেবে। এর ফলে, কোনো ইউজার পরিবার-পরিজন বা পরিচিতদের জন্য নিজের অ্যাকাউন্ট ব্যবহার করেই প্রোফাইল তৈরি করে দিতে সক্ষম হবেন, যেগুলি তিনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন।

মেটার বিবৃতি অনুযায়ী, প্রতিটি ইউজারের শুধুমাত্র একটি ফেসবুক অ্যাকাউন্ট বা মেইন প্রোফাইল থাকবে যেখানে তাদের আসল নাম ব্যবহার করতে হবে। মেইন অ্যাকাউন্টে লগইন করার পরেই তারা সংযুক্ত বাকি পাঁচটি প্রোফাইল অ্যাক্সেস করতে সক্ষম হবে। বিভিন্ন প্রোফাইলে ইউজাররা আসল নাম না-ও ব্যবহার করতে পারেন। তবে মূল অ্যাকাউন্টে আসল নাম ব্যবহার করতেই হবে। এছাড়া মূল অ্যাকাউন্টসহ বাকি প্রোফাইলে ইউজাররা ইচ্ছেমত পোস্ট করতে পারবেন। তবে প্রতিটি প্রোফাইলের ফেসবুকের সমস্ত নিয়ম ও শর্তাবলী মেনে চলতে হবে, নাহলে নিয়ম লঙ্ঘনের দায়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে।

সম্ভবত TikTok (টিকটক), Twitter (টুইটার) এবং Meta-এর নিজস্ব ফটো-ভিডিও শেয়ারিং অ্যাপ Instagram (ইনস্টাগ্রাম)-এর সাথে পাল্লা দিতেই, ইউজারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পরিচয় গোপন করার সুবিধার সাথে মাল্টিপল প্রোফাইল তৈরির সুবিধা দিচ্ছে Facebook। কিন্তু এই ফিচার আসার পর তার সদ্ব্যবহার হবে নাকি এতে ইউজারদের মধ্যে হয়রানি বাড়বে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না!

Show Full Article
Next Story