'Shortcuts' নামে নয়া ফিচার রিলিজ করল Facebook Messenger; মিলবে সাইলেন্ট মেসেজ, জিআইএফ ইত্যাদি সুবিধা

এবার মেসেজিং সার্ভিসের জন্য Shortcuts (শর্টকাট) নামে নতুন একগুচ্ছ ফিচার আনল Facebook Messenger (ফেসবুক মেসেঞ্জার)। নাম...
techgup 30 March 2022 7:07 PM IST

এবার মেসেজিং সার্ভিসের জন্য Shortcuts (শর্টকাট) নামে নতুন একগুচ্ছ ফিচার আনল Facebook Messenger (ফেসবুক মেসেঞ্জার)। নাম অনুসারে এই ফিচারটি Messenger-এর কোনো অপশন সংক্ষেপে ব্যবহার করতে দেবে না। বরঞ্চ আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহারকারীরা এখন চ্যাট উইন্ডোতে কমান্ড ইস্যু করতে পারবেন, যার ফলে কোনো গ্রুপে প্রত্যেককে নোটিফাই অথবা অন্যান্য ইউজারদেরকে নোটিফাই না করে একদম নীরবে একটি মেসেজ সেন্ড করতে পারবেন ইউজাররা। এর পাশাপাশি এখন ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারে GIFs এবং ASCII ইমোটিকনও সেন্ড করতে পারবেন। এক্ষেত্রে নতুন এই ফিচারগুলি, বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া MSN Messenger-এর লুকানো 'ইস্টার এগ' কমান্ডগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারে। সংস্থার মতে এগুলি মূলত বেশ কিছু কাজকে আরও সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

মেটা (Meta) মালিকানাধীন মেসেজিং সার্ভিসটি গত মঙ্গলবার জানিয়েছে যে, তারা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ফেসবুক মেসেঞ্জারের জন্য শর্টকাট চালু করছে যা আজ থেকে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। শর্টকাট ফিচার ব্যবহার করে, ইউজাররা এখন চ্যাটের সমস্ত মেম্বারকে একটি নোটিফিকেশন পাঠাতে @everyone টাইপ করতে পারেন। কোনো মেসেজের প্রতি গ্রুপের সকলের দৃষ্টি আকর্ষণ করতে, কিংবা পুরোনো কোনো মেসেজের কথা সকলকে মনে করিয়ে দিতে এই কমান্ডটিকে ব্যবহার করা যেতে পারে।

আবার, ব্যবহারকারীরা /silent কমান্ড ব্যবহার করে কোনো ইউজার বা গ্রুপকে অবহিত না করে তাদের মেসেজ পাঠাতে পারেন। যেহেতু এই কমান্ড ব্যবহার করে প্রেরিত মেসেজগুলি ব্যবহারকারীকে মেসেজটি সম্পর্কে অবহিত করবে না, ফলে যেকোনো সময় ইউজারকে বিরক্ত না করেও তাকে গুরুত্বপূর্ণ কোনো কথা জানাতে এই ফিচারটি ব্যবহারকারীদের ব্যাপকভাবে সহায়তা করবে। উল্লেখ্য যে, প্রাপককে বিরক্ত না করে তাকে নিঃশব্দে মেসেজ সেন্ড করার এই ফিচারটি ইতিমধ্যেই মেসেঞ্জারের প্রতিদ্বন্দ্বী মেসেজিং সার্ভিস টেলিগ্রাম (Telegram)-এ উপলব্ধ। ২০১৯ সালে এই প্ল্যাটফর্মটিতে ফিচারটি চালু করা হয়েছিল।

লক্ষণীয় যে, এই বছরের শুরুতে ঘোষিত কিছু ফেসবুক মেসেঞ্জার ফিচার কিন্তু এখনও পরিষেবাটির সমস্ত ব্যবহারকারীদের জন্য এনাবেল করা হয়নি। গত জানুয়ারিতে সংস্থাটি তার সিক্রেট কনভারসেশন মোডে ব্যবহারকারীদের জন্য একটি আপগ্রেডেড মেসেজিং এক্সপেরিয়েন্সের কথা ঘোষণা করেছিল, যা চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE) ব্যবহার করে। এই ফিচারগুলির মধ্যে স্ক্রিনশট অ্যালার্ট, ইমোজি রিঅ্যাকশন, এবং ভ্যানিশ মোড অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য যে, মেসেঞ্জারের সমস্ত চ্যাটের জন্য 'E2EE' ব্যবহার করার প্রসঙ্গে কোম্পানির পরিকল্পিত তারিখ স্থির করার আগেই এই ফিচারগুলির কথা ঘোষণা করা হয়েছিল। তবে এখনও এগুলির ওপর কোম্পানি কাজ করছে বলেই এগুলি রোলআউট হতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

নতুন শর্টকাট ফিচারের প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য /silent এবং @everyone শর্টকাট উভয়ই উপলব্ধ হবে। অন্যদিকে, সাধারণ ইউজার এবং গ্রুপের ক্ষেত্রে যাতে ব্যবহারকারীরা খুব সহজেই জিআইএফ (GIFs) সার্চ করে সেন্ড করতে পারেন, তার জন্য /gif কমান্ড রোলআউট করার দিকে মনোনিবেশ করেছে সংস্থাটি। এছাড়া, ইউজাররা মেসেঞ্জারে tableflip “(╯°□°)╯︵ ┻━┻” এবং shrug “¯(ツ)/¯” ইমোটিকন সেন্ড করার জন্য /shrug এবং /tableflip কমান্ড ব্যবহার করতে পারবেন। এই তিনটি কমান্ড আগামী সপ্তাহগুলিতে আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। উপরন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রে মেসেঞ্জার ব্যবহারকারীরা ভবিষ্যতে /pay কমান্ড ব্যবহার করে টাকা পাঠাতে এবং রিসিভ করতে সক্ষম হবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Show Full Article
Next Story