Facebook Meta: ফেসবুক এখন মেটা! কি পরিবর্তিত হয়েছে, কি হয়নি জেনে নিন

জল্পনা কিছুটা হলেও সত্যি হল। না, Facebook এর নাম বদল হয়নি। তবে প্যারেন্ট কোম্পানি Facebook Inc এর নাম পরিবর্তন করে এখন Meta Platforms Inc বা…

জল্পনা কিছুটা হলেও সত্যি হল। না, Facebook এর নাম বদল হয়নি। তবে প্যারেন্ট কোম্পানি Facebook Inc এর নাম পরিবর্তন করে এখন Meta Platforms Inc বা সংক্ষেপে Meta (মেটা) রাখা হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) গতকাল রাতে সংস্থার অ্যানুয়াল কানেক্ট কনফারেন্সে (Connect 2021) তাদের নতুন প্যারেন্ট কোম্পানির নাম ঘোষণা করেন। ভবিষ্যতে ভার্চুয়াল দুনিয়া, Metaverse কে জনপ্রিয় করে তুলতেই সংস্থার এই পদক্ষেপ।

জুকারবার্গ জানিয়েছেন, “মেটা-র মাধ্যমে আমরা আমাদের সমস্ত অ্যাপ ও টেকনোলজিকে এক ছাতার তলায় (নতুন কোম্পানি ব্র্যান্ড) এনেছি। মেটা-র লক্ষ্য হবে মেটাভার্স কে জনপ্রিয় করে তোলা, মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা, কমিউনিটি গড়ে তোলা এবং ব্যবসা বাড়াতে সহায়তা করা। আমাদের মিশন একই আছে।”

Facebook Meta Reveals Zuckerberg, Facebook Meta What has changed what has not, Why did they change Facebook to Meta?, What is Meta from Mark Zuckerberg?, Will Facebook app change to Meta?

জুকারবার্গ কোম্পানির ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলেন, নতুন নামটি তাদের কেবল সোশ্যাল মিডিয়া সার্ভিস হিসাবে পরিচিত না বাড়িয়ে, মেটাভার্সের প্রচেষ্টাকে প্রতিফলিত করবে। জুকারবার্গ বলেছেন, “আমরা বিভিন্ন সামাজিক সমস্যা এবং প্রায় একই ধরণের প্ল্যাটফর্মের অধীনে বাস করে (পড়ুন ব্যবহার করে) অনেক কিছু শিখেছি এবং এখন সময় এসেছে আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার।”

তিনি জানান, Facebook নামটি এখন আর সংস্থার সমস্ত কাজকর্মকে নির্দেশ করে না। জুকারবার্গ বলেন, “আজ আমাদেরকে একটি সামাজিক মিডিয়া সংস্থা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ডিএনএ-তে আমরা এমন একটি সংস্থা যা মানুষকে সংযুক্ত করার জন্য টেকনোলজি ডেভেলপ করে চলেছি।”

কোম্পানির একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে, Facebook সহ সংস্থার কোনো অ্যাপের নাম পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ আপনি আগের মতোই আপনার প্রিয় অ্যাপগুলিকে একই নামে দেখবেন। এমনকি সংস্থার সমস্ত কর্মকর্তারা আগের মতই তাদের পদ সামলাবেন।

মেটাভার্স কী (What is Metaverse)

জুকারবার্গের ভাষায়, মেটাভার্স হল একটি “ভার্চুয়াল পরিবেশ,” স্ক্রিনে দেখার পরিবর্তে যার ভিতরে আপনি ঢুকতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, অগমেন্টেড রিয়েলিটি চশমা (গ্লাস), স্মার্টফোন অ্যাপ্লিকেশন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে আপনি এই ভার্চুয়াল পরিবেশে আপনার পছন্দের মানুষের সাথে দেখা করতে, কাজ করতে এবং খেলতে পারবেন।