সাবধান হোন, যেকোনো ধরনের ভুল তথ্য ছড়ালে কড়া ব্যবস্থা নেবে Facebook

এবার থেকে Facebook-এ ভুলভাল গুজব ছড়ালে পেতে হবে শাস্তি। বুধবার মার্ক জুকারবার্গের সংস্থাটি ঘোষণা করেছে যে, যেসব ইউজাররা নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মে ভুল তথ্য শেয়ার করছেন,…

এবার থেকে Facebook-এ ভুলভাল গুজব ছড়ালে পেতে হবে শাস্তি। বুধবার মার্ক জুকারবার্গের সংস্থাটি ঘোষণা করেছে যে, যেসব ইউজাররা নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মে ভুল তথ্য শেয়ার করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে Facebook। সংস্থাটি একটি ব্লগ পোস্টে ব্যাখ্যা করেছে যে, তারা ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ধরা পড়া ব্যবহারকারীদের অবহিত করবে, তাদের জানিয়ে দেবে যে এইরকম কাজ চালিয়ে যাওয়ার ফলে তাদের পোস্টগুলি (ভবিষ্যতের পোস্টগুলি সহ) নিউজ ফিডের নীচের দিকে ঠেলে দেওয়া হবে। ফলে অধিক সংখ্যক ইউজার আর তাদের স্পট করতে পারবেন না। তবে ঠিক কতগুলো ভুল পোস্টের কারণে একজন ইউজার শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে, বা শাস্তিপ্রাপ্ত অপরাধী কীভাবে সংস্থার কাছে আবেদন করবেন, সে বিষয়ে Facebook-এর তরফ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ফেসবুক তার ব্লগে বলেছে, কোভিড-১৯ এবং তার ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন, নির্বাচন বা অন্যান্য যে-কোনো বিষয় সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর বিষয়বস্তু কোনোভাবেই যেন এই প্ল্যাটফর্মে না ছড়িয়ে পড়ে, এবং কেউ যাতে কোনোরকম ভুল তথ্য ছড়িয়ে না দিতে পারে, সেকথা মাথায় রেখেই সংস্থার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুল তথ্য সনাক্ত করার জন্য নির্দিষ্ট পদ্ধতি এবং যোগ্য ফ্যাক্ট-চেকারদের টিমও গঠিত হয়েছে। ফেসবুক এও জানিয়েছে যে, ভুল তথ্য ছড়িয়ে দিলে তারা কেবলমাত্র ইউজারকে যে অবহিত করবে বা নিউজ ফিডে নীচের দিকে ঠেলে দেবে তাই নয়, তারা পোস্টগুলিকে ডিলিট করার অপশনও ইউজারকে দেবে।

এখানে লক্ষ্য করার মতো বিষয়টি হল, Facebook এই প্রথম পৃথক পৃথক ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের উপর মনোনিবেশ করেছে, এবং প্রয়োজনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে কেবল গ্রুপ এবং পেজগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ইতিমধ্যেই ভুল তথ্যের বিস্তার রোধ করতে ফ্যাক্ট-চেকারদের সাহায্যে বেশ কিছু জাল পোস্টকে বাতিল করেছে।

ইউজাররা যাতে কোনোভাবেই ভুল তথ্যের দ্বারা প্রভাবিত না হন, সেকথা মাথায় রেখে Facebook তার ব্লগে জানিয়েছে যে, ব্যবহারকারীরা যখন ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য পরিচিত একটি পেজ লাইক বা ফলো করার চেষ্টা করবেন, তখন এটি একটি জোরালো সতর্কবার্তা দেখাবে, যা ব্যবহারকারীদের জানাবে যে পেজটি “বারবার মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে” (“repeatedly spread false information”)। এছাড়াও পেজটির নীচে ছোটো ছোটো টেক্সটে বলা থাকবে যে, ফ্যাক্ট-চেকাররা জানিয়েছেন যে এই পেজে শেয়ার করা যাবতীয় তথ্য মিথ্যা ছিল। এরপর ইউজারের সামনে দুটি অপশন প্রদর্শিত হবে – “go back” অথবা “follow anyway”, যার মধ্যে থেকে তিনি তার পছন্দসই বিকল্পটি বেছে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন