Fact Check: ফ্রি স্কুটার যোজনায় বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার দেবে কেন্দ্র? কতটা সত্যি?
বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার দেবে ভারত সরকার! অনলাইনে আবেদনের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কেনার সময় ভর্তুকি পাবে দেশবাসী। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই ভর্তুকি পাওয়া যাবে। এমনকি পরিবারের কারো দুচাকার গাড়ি থাকলেও অন্য কারো নামে আবেদন করে এই ভর্তুকি আদায় করা যাবে।
Free Scooty Yojona: বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার দেবে ভারত সরকার! অনলাইনে আবেদনের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কেনার সময় ভর্তুকি পাবে দেশবাসী। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই ভর্তুকি পাওয়া যাবে। এমনকি পরিবারের কারো দুচাকার গাড়ি থাকলেও অন্য কারো নামে আবেদন করে এই ভর্তুকি আদায় করা যাবে। বয়স 18 বছরের বেশি হলেই বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার (Free Electric Scooter) যোজনার জন্য আবেদন করা যাবে। সম্প্রতি আপলোড করা একটি ইউটিউব ভিডিওতে এমনই দাবি করা হয়েছে। তবে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো (Fact Check)। এক্স হ্যান্ডলে ইউটিউব চ্যানেলের নাম ও ভিডিও থাম্বনেল পোস্ট করে পিআইবি বলেছে যে, এইরকম কোনো যোজনা কেন্দ্র সরকারের নেই, ভিডিওতে মিথ্যে প্রচার করা হচ্ছে।
'সরকারি সূচনা' নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে তিনি দাবি করছেন ইতিমধ্যেই 11 হাজার মানুষ এই যোজনার সুবিধা পেয়েছে। তাই সুবিধা নিতে তাড়াতাড়ি আবেদন করতে বলা হয়েছে। আর ভিডিওতে যোজনার নামও দেওয়া হয়েছে - ফ্রি স্কুটার যোজনা। সরকার দেশবাসীকে ডিজিটাল ইন্ডিয়ার অধীনে আত্মনির্ভর করতে এই যোজনা চালু করেছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
दावा: फ्री स्कूटी योजना के तहत केंद्र सरकार द्वारा बालिकाओं को स्कूटी खरीदने हेतु ₹65,000 की धनराशि दी जाएगी। #PIBFactcheck ✅#Youtube चैनल "sarkarisuchnaa" के वीडियो थंबनेल का यह दावा फर्जी है✅ केन्द्रीय योजनाओं की सही जानकारी हेतु https://t.co/epqP8K2AIQ से जुड़ें pic.twitter.com/n1x0X6fPwh
— PIB Fact Check (@PIBFactCheck) December 11, 2024
আর বিনামূল্যে স্কুটারের জন্য ভর্তুকি পেতে কেবল অনলাইন আবেদন করলেই যথেষ্ট বলে জানানো হয়েছে। আবেদন করার পর যোগ্য বলে বিবেচিত হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকে যাবে। এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে www.hrylabour.gov.in ওয়েবসাইটে যেতে বলা হয়েছে এবং এখানে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য প্রয়োজনও ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। যদিও পিআইবি জানিয়েছে যে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং কোনো ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য দেওয়া উচিত নয়।
এই ওয়েবসাইট থেকে এর আগে দাবি করা হয়েছিল যে, সরকার বিনামূল্যে দেশবাসীকে স্মার্টফোন দিচ্ছে। 1 কোটি মানুষ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে ফ্রি স্মার্টফোন যোজনার (Free Smartphone Yojona) মাধ্যমে উপকৃত হয়েছেন। এক্ষেত্রে রাজস্থান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়েছে যে, স্মার্টফোনের পাশাপাশি 3 বছর ডেটা, আনলিমিটেড কলিং পরিষেবাও বিনামূল্যে পাওয়া যাবে। যদিও এই দাবিও ভুয়ো বলে জানিয়েছে পিআইবি।
বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার দেবে ভারত সরকার! অনলাইনে আবেদনের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কেনার সময় ভর্তুকি পাবে দেশবাসী। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই ভর্তুকি পাওয়া যাবে। এমনকি পরিবারের কারো দুচাকার গাড়ি থাকলেও অন্য কারো নামে আবেদন করে এই ভর্তুকি আদায় করা যাবে।