মোবাইলে লাগিয়েছেন ভুয়ো SIM? কয়েকদিনের মধ্যে ব্লক হয়ে যাবে, সরকার আনছে AI সিস্টেম

দেশে বড় ধরনের কোনো হামলা হোক বা ব্যাংকিং জালিয়াতি, সব ক্ষেত্রেই ভুয়ো সিম (Fake SIM) কার্ড ব্যবহার করা হয়। আসলে আমাদের দেশে খুব সহজেই ভুয়ো…

দেশে বড় ধরনের কোনো হামলা হোক বা ব্যাংকিং জালিয়াতি, সব ক্ষেত্রেই ভুয়ো সিম (Fake SIM) কার্ড ব্যবহার করা হয়। আসলে আমাদের দেশে খুব সহজেই ভুয়ো সিম কার্ড ইস্যু করা যায়। তবে সরকার এখন এই বিষয়ে কড়া হচ্ছে। এবার থেকে ডকুমেন্ট ছাড়া কেনা সিম কার্ড নতুন ফোনে আর ব্যবহার করা যাবে না। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনার।

ভুয়ো সিম কার্ড শনাক্ত করবে AI

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত অন্য কারো ডকুমেন্টে ভুয়ো সিম অ্যাক্টিভেট হয়ে যেত। তবে এখন আপনি যদি ফোনে আগে থেকেই সক্রিয় কোনো সিম কার্ড ব্যবহার করতে চান, তাহলে সেটি কাজ করবে না। সরকার একটি নতুন এআই ভিত্তিক সিস্টেম চালু করেছে, যা ভুয়ো সিম কার্ড পরীক্ষা করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়ো সিম কার্ড শনাক্ত ও ব্লক করবে সরকার। আপনি যদি ইতিপূর্বে সক্রিয় সিম কার্ড ফোনে ঢোকান, তবে সেই সিমটি কাজ করবে না। নতুন নিয়ম অনুযায়ী, সিম কার্ড ফোনে লাগানোর পরই তা অ্যাক্টিভেট করা যাবে। এজন্য আপনার থেকে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। এই তথ্যের উপর ভিত্তি করে, যাচাই করার পরে সিম সক্রিয় করা হবে।

আপনি নকল সিম কিনতে পারবেন না

রিপোর্ট অনুযায়ী, নতুন সিম ক্রেতাদের আবেদন ফর্ম সরকার স্ক্যান করছে। এই কাজে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভুয়ো ডকুমেন্টে সিম কার্ড কেনা কঠিন হয়ে পড়বে। এমনকি ভুয়ো ডকুমেন্টে সিম কার্ড নিলেও তা ফোনে অ্যাক্টিভেট করতে পারবেন না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন