Felicity Ace: আটলান্টিকের বুকে জাহাজে আগুন, হাজার হাজার Audi, Porsche, Lamborghini গাড়ি পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পণ্য বহণকারী জাহাজ। আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজটি দাউ দাউ করে জ্বলছে। ৪,০০০-এর কাছাকাছি বিলাসবহুল গাড়ি ছিল এতে। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা…

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পণ্য বহণকারী জাহাজ। আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজটি দাউ দাউ করে জ্বলছে। ৪,০০০-এর কাছাকাছি বিলাসবহুল গাড়ি ছিল এতে। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি কিছুই। তবে আশার খবর, ২২ জন নাবিকের দলের প্রত্যেককেই অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পর্তুগিজ নৌসেনারা তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান।

‘ফেলিসিটি এস’ (Felicity Ace) নামক জাহাজটি জার্মানির এমডেন (Emden, Germany) থেকে আমেরিকার রোড দ্বীপের দাভিসভিল্লি (Davisville, Rhode, USA)-র উদ্দেশ্যে রওনা হয়েছিল। ১০ ফেব্রুয়ারি ৩,৯৬৫ টি লাক্সারি গাড়ি সহ যাত্রা শুরু করে পণ্যবাহী জাহাজটি। যার মধ্যে Audi, Bugatti Lamborghini, Porsche এবং Volkswagen-এর মতো নামিদামি সংস্থার গাড়ি ছিল। আমেরিকাতে গ্রাহকদের সরবরাহ করতেই এগুলি পাঠানো হয়েছিল।

পানামা খাল পার হওয়ার পর ১৬ তারিখ অ্যাজোরস দ্বীপ (Azores Island)-এর কাছে জাহাজটির একটি কার্গো ডেকে হঠাৎই আগুন লেগে যায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। তৎক্ষণাৎ আগুন লাগার সংকেত বার্তা দেন নাবিকের দলটি। যা দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পর্তুগিজ নৌবাহিনী। যদিও আগুন লাগলো কীভাবে, সেই সম্পর্কে জানা যায়নি।

বর্তমানে, ১৬,০০০ টন ওজন বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজটি আটলান্টিক মহাসাগরের বুকেই জনমানব শূন্য অবস্থায় ভাসছে। এদিকে পোর্সা (Porsche) জানিয়েছে তাদের প্রায় ১১০০ টি গাড়ি পাঠানো হয়েছিল। Volkswagen এর GTI, Golf R এবং ID4 মডেলের গাড়িও ছিল জাহাজটিতে।