ভুয়ো অফারের লোভ দেখিয়ে ভারতীয়দের প্রতারণার জালে ফেলতে সক্রিয় চীন, সতর্ক করল সরকার
আর হাতেগোনা কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। ফলত খুব স্বাভাবিকভাবেই এখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ চুটিয়ে কেনাকাটা...আর হাতেগোনা কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। ফলত খুব স্বাভাবিকভাবেই এখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ চুটিয়ে কেনাকাটা সারছেন। বিশেষ করে, এই মুহূর্তে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে মিলছে আকর্ষণীয় ফেস্টিভ অফার। কিন্তু এই বিষয়টিকে কাজে লাগিয়েই এবার সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে জালিয়াতরা। শোনা যাচ্ছে যে, এই উৎসবের মরশুমে চীনা স্ক্যামারদের একটি দল সক্রিয় হয়ে উঠেছে এবং তারা ভারতীয়দের টার্গেট করে সেল অফার ও ডিসকাউন্টের নামে ডেটা চুরি করছে। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি সংস্থার পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, যেখানে চীনা ডোমেইনযুক্ত ওয়েবসাইটের মাধ্যমে ইউজার ডেটা চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফের ভারতের ইন্টারনেট ইউজারদের সতর্ক করল CERT-In
সম্প্রতি ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি সিইআরটি-ইন (CERT-In), ফেস্টিভ অফার স্ক্যাম সম্পর্কে সচেতনতা জারি করেছে। এক্ষেত্রে টিমের তরফে জারি করা অ্যাডভাইজরিতে, ইউজারদের বিনামূল্যে উপহার জেতা বা বিশেষ অফার কাজে লাগানোর প্রলোভনে পা না দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ওই সতর্কবার্তায় কোনো ব্র্যান্ডের নামে গ্রাহকদের প্রতারিত হওয়ার বা ফিশিং আক্রমণ, স্ক্যামের শিকার হওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, স্ক্যামাররা ফিশিং আক্রমণের জন্য একটি বড় ব্র্যান্ড বা ব্যাঙ্কের অনুকরণে ওয়েবসাইট তৈরি করছে। অন্যদিকে গ্রাহকরা এই ওয়েবসাইটগুলিকে আসল ভেবে তাতে নিজেদের সমস্ত ডেটা দিচ্ছেন৷ এতে, এইসব তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে স্মার্টফোন ইউজারদের কিছু ভুয়ো অফার বা পুরষ্কার জেতার টোপ দেখানোর সেই পুরোনো পন্থাকেও ব্যবহার করতে ছাড়ছে না এইসব মানুষ। এক্ষেত্রে এইসব মেসেজে থাকা লিঙ্কে ইউজারদের থেকে অনেক ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে এবং সেইসব লিঙ্কটি অন্যান্য পরিচিতদের সাথে শেয়ার করতেও বলা হয়েছে।
কীভাবে স্ক্যাম থেকে বাঁচবেন?
এই ধরনের স্ক্যাম থেকে সুরক্ষিত থাকতে কোনো অজানা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। তাছাড়া কোনো পুরষ্কার/অফার জেতার নামে কোনো মেসেজ বা ইমেইল অন্ধভাবে অনুসরণ করবেন না। এছাড়া যেকোনো ওয়েবসাইট খোলার সময় অবশ্যই সেটির ইউআরএল (URL) চেক করুন।