শীঘ্রই বাজারে আসছে Fire Boltt Incredible স্মার্টওয়াচ, জল ও ধুলোতে নষ্ট হবে না

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Fire Boltt-র নতুন স্মার্টওয়াচ Fire Boltt Incredible। সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনে স্মার্টওয়াচটির জন্য একটি নির্দিষ্ট মাইক্রো সাইট লাইভ করা…

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Fire Boltt-র নতুন স্মার্টওয়াচ Fire Boltt Incredible। সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনে স্মার্টওয়াচটির জন্য একটি নির্দিষ্ট মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে নতুন স্মার্টওয়াচটি। যদিও এখনো পর্যন্ত এর লঞ্চের দিনক্ষণ ও দাম জানা যায়নি। তবে মাইক্রো সাইট থেকে আপকামিং Fire Boltt Incredible এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। ঘড়িটির ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে থাকবে ২৮টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ট্র্যাকার। শুধু তাই নয়, একক চার্জে এটি একটানা ৭ দিন পাওয়ার ব্যাকআপ দেবে বলে মাইক্রো সাইটে উল্লেখ করা হয়েছে। চলুন Fire Boltt Incredible স্মার্টওয়াচ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Fire Boltt Incredible স্মার্টওয়াচের ফিচার

অ্যামাজনের মাইক্রো সাইটের তথ্য অনুযায়ী, আপকামিং ফায়ার বোল্ট ইনক্রেডিবল স্মার্টওয়াচটি ১.৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসছে, যার রেজোলিউশন ৩৬০x৩৬০ পিক্সএল। ইউজাররা যাতে তাদের পছন্দমতো ঘড়ির ডায়াল পিকচার কাস্টমাইজ করতে পারেন, তার জন্য এই ক্লাউড বেসড ওয়্যারেবলে থাকবে ২০০টিরও বেশী ওয়াচফেস। এর ডিসপ্লের ধারে নেভিগেশনের জন্য একটি রোটিং ক্রাউন বর্তমান।

অন্যদিকে, আসন্ন স্মার্টওয়াচটি ২৮ টি স্পোর্টস মোড অফার করবে। এগুলির মধ্যে থাকবে সাইক্লিং, স্কিপিং, ফুটবল ,ব্যাডমিন্টন, হকি, ইত্যাদি। নরমাল মোডে ব্যবহার করলে একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার সম্পূর্ণ চার্জে এটিকে কুড়ি দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে রাখা সম্ভব।

তাছাড়া Fire Boltt Incredible স্মার্টওয়াচ জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে আইপি৬৮ রেটিংসহ আসছে। তদুপরি, ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জানান দিতে এতে থাকবে, SpO2 সেন্সর, ফিমেল হেলথ ট্র্যাকার, হার্ট রেট মনিটর এবং স্লিপ ট্র্যাকার। ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, ড্রিঙ্কওয়াটার রিমাইন্ডার, সিডেন্টারি রিমাইন্ডার, ফ্লাসলাইট, অ্যালার্ম, স্টপওয়াচ এবং ক্লক। সর্বোপরি, ফায়ারবোল্ট ইনক্রেডিবল স্মার্টওয়াচে থান্ডার ব্যাটেলশিপ, ইয়ং বার্ড এবং ২০৪৮ এর মত অফলাইন মোবাইল গেম উপলব্ধ।