325 কিমি টপ স্পিড, প্রায় ছয় কোটি দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী গাড়ি কিনে তাক লাগালেন ভারতীয় ব্যবসায়ী

মানুষের ‘প্রতিপত্তি’র সাথে ‘শখ’ বরাবরই আনুপাতিক। অর্থাৎ একটি বাড়লে, অপরটিও বৃদ্ধি পায়। সাধ ও সাধ্যের মধ্যেকার ব্যবধানটা মিটে গেলেই কেল্লাফতে! এমনই এক প্রকৃষ্ট দৃষ্টান্তের সাক্ষী…

মানুষের ‘প্রতিপত্তি’র সাথে ‘শখ’ বরাবরই আনুপাতিক। অর্থাৎ একটি বাড়লে, অপরটিও বৃদ্ধি পায়। সাধ ও সাধ্যের মধ্যেকার ব্যবধানটা মিটে গেলেই কেল্লাফতে! এমনই এক প্রকৃষ্ট দৃষ্টান্তের সাক্ষী থাকলো সমগ্র ভারতবাসী। জার্মানির বহুজাতিক সংস্থা মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz) ভারতে এই প্রথম AMT GT Black Series গাড়ি ডেলিভারি দিল । গাড়ির মালিক হচ্ছেন বেঙ্গালুরুর নামকরা ব্যবসায়ী বূপেশ রেড্ডি (Boopesh Reddy)। দিল্লিতে Mercedes-Benz AMT GT Black Series-র এক্স-শোরুম মূল্য ৫.৫ কোটি টাকা। কনফিগারেশন অনুযায়ী যার দাম আরও উঁচুতে পৌছয়।

আকাশছোঁয়া মূল্যের Mercedes-Benz AMT GT Black Series-এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩২৫ কিমি। বিশ্বের সর্বাধিক শক্তিশালী গাড়িগুলির মধ্যে এটি অন্যতম। ২টি দরজা বিশিষ্ট গাড়িটি মাত্র ৩.২ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘন্টা এবং ৯ সেকেন্ডে ০-২০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম। রেড্ডি, গাড়িটির ডেলিভারি পেয়েছেন বলে নিশ্চিত করেছে মার্সিডিজ। সংস্থাটির ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মার্টিন শোয়েঙ্ক এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারতে এই গাড়ির কেবল দুই ইউনিট বেচবেন তাঁরা।

AMT GT Black Series একটি ৪.০ লিটার V8 বাইটার্বো ইঞ্জিনে ছোটে। ৩,৯৮২ সিসি ইঞ্জিন থেকে ৬,৭০০ থেকে ৬,৯০০ আরপিএম গতিতে ৭৩০ এইচপি শক্তি এবং ২,০০০ থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮০০ এনএম টর্ক উৎপন্ন হয়। ৭-স্পিড AMG SPEEDSHIFT DCT 7G ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন থেকে গাড়িটির পেছনের চাকায় শক্তি সঞ্চারিত হয়।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতের প্রথম সারির শিল্পপতিদের মধ্যে বূপেশ রেড্ডি অন্যতম। তিনি ব্রেন কর্পোরেশন প্রাইভেট লিমিটেড নামক একটি নির্মাণকারী সংস্থা মালিক। গাড়ির প্রতি বরাবরই তাঁর অদম্য টান। ব্রেনগ্যারেজ বলে একটি ইউটিউব চ্যালেনও চালান তিনি। বূপেশের সংগ্রহে রয়েছে এক সে এক বিলাসবহুল গাড়ি। যার মধ্যে Lamborghini Aventador SVJ (৬.২৫ কোটি টাকা), Porsche 911R (৩ কোটি টাকা), Lamborghini Huracan Performante (৩.৯৭ কোটি টাকা), Ferrari 488 Pista (৪.৪০ কোটি টাকা) সহ আরও একাধিক  সুপারকার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন