একটা কিনলে আরেকটা ফ্রি, গ্রীষ্মের সবচেয়ে বড় সেল Flipkart Big Saving Days শুরু হচ্ছে আগামী মাসের শুরুতেই

আবারও একটি বিশেষ সেল নিয়ে হাজির হতে চলেছে Flipkart। জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটির সাম্প্রতিক টিজার অনুযায়ী, মে...
Anwesha Nandi 28 April 2023 12:43 PM IST

আবারও একটি বিশেষ সেল নিয়ে হাজির হতে চলেছে Flipkart। জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটির সাম্প্রতিক টিজার অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৫ মে থেকে লাইভ হবে Flipkart Big Saving Days Sale এবং চলবে আগামী ১০ তারিখ অবধি। আর এই সেলে অন্যান্যবারের মতই স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য জিনিসে আকর্ষণীয় ডিসকাউন্ট দেবে Flipkart। সংস্থার মতে এটি গ্রীষ্মকালের সবচেয়ে বড় সেল যেখানে ইলেকট্রনিক্স আইটেম, ফ্যাশন আইটেম ইত্যাদি ৮০% ছাড়ে কেনা যাবে, আবার টিভি ও অন্যান্য অ্যাপ্লায়েন্সে পাওয়া যাবে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫% অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন আপনারা। আরও কী কী সুবিধা মিলবে Flipkart Big Saving Days Sale-এ? আসুন এক নজরে দেখে নিই।

Flipkart Big Saving Days Sale মাসের শুরুতেই শুরু হচ্ছে

১. ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে নির্বাচিত আইটেমগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও, আপনি অনেক প্রোডাক্টে 'বাই ওয়ান গেট ওয়ান'-এর মত অফারও পাবেন।

২. সেলের সময় সংস্থা রাত ১২টা, সকাল ৮টায় এবং বিকেল ৪টেয় বেশ কিছু প্রোডাক্টে 'ক্রেজি ডিল' দেবে।

৩. সপ্তাহের ওই ৬ দিন সবচেয়ে বেশি বিক্রি হওয়া ল্যাপটপে বড়সড় অফার পাওয়া যাবে৷ আবার প্রিন্টার এবং মনিটর জাতীয় ডিভাইসের দাম শুরু হবে ২,১৯৯ টাকা থেকে।

৪. বিগ সেভিং ডেজ চলাকালীন বিউটি প্রোডাক্টগুলিতেও ছাড় মিলবে। এক্ষেত্রে কোম্পানি নূন্যতম ৩৯৯ টাকা থেকে গ্রুমিং এবং স্টাইলিং প্রোডাক্ট কেনার সুযোগ দেবে।

৫. এই সময় আগ্রহীরা মাইক্রোএসডি কার্ড, পেনড্রাইভ এবং হার্ড ড্রাইভে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

৬. ফ্লিপকার্টের মতে রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একই সময়ে, হোম অ্যাপ্লায়েন্সে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার রান্নার যন্ত্রপাতি ২৯৯ টাকাতেও মিলবে।

৭. এইসব ছাড়াও খাবার, খেলার জিনিস, আসবাবপত্র ইত্যাদিতেও ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট অরিজিনালস প্রোডাক্টের ক্ষেত্রে দামের ওপর ৮০% পর্যন্ত সাশ্রয় করা যাবে।

Show Full Article
Next Story