গতকাল থেকে Flipkart (ফ্লিপকার্ট)-এ শুরু হয়েছে ‘Big Saving Days’ (বিগ সেভিং ডেস) সেল যেখানে সাশ্রয়ী মূল্যে অনেক আইটেম কেনা যাবে। আসলে এই সেলে আপনি স্মার্টফোন, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে দুর্দান্ত ডিসকাউন্ট বা অফার পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং ইএমআই অপশনের সুবিধা। অর্থাৎ, এই মরসুমে যদি কেউ সস্তায় নতুন এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিন কিনতে চান তাহলে এই সেল তাদের জন্য দারুণ ফায়দাজনক হতে পারে। আসুন এখন Flipkart Big Saving Days-এর অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…
এসি মেশিনে অফার
এই মুহূর্তে সেলে ১ টন ক্যাপাসিটি এবং ৩ স্টার রেটিংসহ Thomson-এর স্প্লিট এসি ২৭,৪৯০ টাকার বদলে ২৬,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আইব্রিজ (iBreeze) প্রযুক্তি এবং কপার কনডেন্সার বিদ্যমান। একইভাবে ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কনভার্টেবল কুলিং এসিও ছাড়ে পাওয়া যাচ্ছে।
এক্ষেত্রে আগ্রহীরা ৩৩,৯৯৯ টাকায় ১.৫ টন ক্যাপাসিটি এবং ৫ স্টার রেটিংসহ Thomson স্প্লিট ইনভার্টার এসি কিনতে পারেন, যার দাম ৩৪,৯৯৯ টাকা। আবার Thomson-এর ফোর ইন ওয়ান কনভার্টেবল এসি (১ টন ক্ষমতা এবং ৩ স্টার রেটিং সম্পন্ন) সেলে ২৭,৭৯৯ টাকায় পাওয়া যাবে। এতেও আইব্রিজ প্রযুক্তি এবং কপার কনডেন্সার পাবেন। উল্লেখ্য, ক্রেতারা ৩০,৯৯৯ টাকায় এই এসির ১.৫ টন ভ্যারিয়েন্ট ঘরে আনতে পারবেন।
ওয়াশিং মেশিনে অফার
এসির পাশাপাশি বিগ সেভিং ডেস সেলের ওয়াশিং মেশিনেও অফার দিচ্ছে ফ্লিপকার্ট। যেমন এখন ক্রেতারা ৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে একটি ওয়াশিং মেশিন খরিদ করতে পারেন। অন্যদিকে, Thomson-এর ৬.৫ কেজি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের দাম পড়বে ৭,০৯৯ টাকা। এক্ষেত্রে Thomson-এর ৭ কেজি মডেলটি ৭,৪৯৯ টাকায় কিনতে পারবেন।