Xiaomi, Vivo সহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে ছাড়, শুরু হচ্ছে Flipkart Big Saving Days সেল

বছর শেষে গ্রাহকদের মনে কেনাকাটার খুশি ভরিয়ে তোলার জন্য, আবারো একবার বিশেষ সেলের আয়োজন করতে চলেছে Flipkart (ফ্লিপকার্ট)। দিন কয়েক আগেই ই-কমার্স জায়ান্ট সংস্থাটি ‘Big…

বছর শেষে গ্রাহকদের মনে কেনাকাটার খুশি ভরিয়ে তোলার জন্য, আবারো একবার বিশেষ সেলের আয়োজন করতে চলেছে Flipkart (ফ্লিপকার্ট)। দিন কয়েক আগেই ই-কমার্স জায়ান্ট সংস্থাটি ‘Big Bachat Dhamaal’ নামক দুদিনব্যাপী সেল চালিয়েছে। আজ ফের একটি বিজ্ঞাপনের মাধ্যমে Flipkart নিশ্চিত করেছে যে, ইয়ার এন্ডিং সেল হিসেবে আগামী ১৬ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর অবধি তারা ‘Big Saving Days’ (বিগ সেভিং ডেজ) সেল নিয়ে আসছে তারা। সেক্ষেত্রে অন্যান্য বড় সেলের মতই, আসন্ন Flipkart Big Saving Days সেলে কেনাকাটার সময় দারুণ অফার, ছাড়, ফ্রি ডেলিভারি, ব্যাংক কার্ডের অফার ইত্যাদি নানাবিধ সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রতিবারের মতই অনলাইন শপিং প্ল্যাটফর্মটির ‘প্লাস’ (Flipkart Plus) মেম্বাররা একদিন আগে অর্থাৎ ১৫ তারিখ থেকে সেলের আর্লি অ্যাক্সেস পাবেন। আসুন এক নজরে দেখে নিই এই মুহূর্তে Flipkart Big Saving Days সেল সম্পর্কে কী কী জানা গিয়েছে।

Flipkart Big Saving Days সেলের অফার বা সুবিধা

প্রথমেই বলে রাখি, ১৬ তারিখ থেকে শুরু হওয়া বিগ সেভিং ডেজ সেলের জন্য ফ্লিপকার্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI-এর সাথে হাত মিলিয়েছে। ফলে SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেইড ট্রানজাকশন বা ইএমআইয়ে কেনাকাটা করলে, গ্রাহকরা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া ‘Yono’ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেও ডিসকাউন্ট বা অফারের সুবিধা থাকবে।

ই-কমার্স জায়ান্টটি ইতিমধ্যেই বিগ সেভিং ডেজ সেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে; আর ওই বিজ্ঞাপনী সেকশনে আপাতত সেলের মূল অফারগুলি তুলে ধরা হয়েছে। উক্ত মাইক্রোসাইট অনুযায়ী, বিগ সেভিং ডেজ চলাকালীন রোজ রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় আকর্ষণীয় ‘ক্রেজি’ ডিল চলবে। আবার বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি সময়ে নির্বাচিত প্রোডাক্ট মিলবে একেবারে কম দামে। এছাড়াও সেলের অগ্রিম অ্যাক্সেসকারীরা (সংস্থার ভাষায় আর্লি বার্ডরা) ১৬ই ডিসেম্বর রাত ২টো অবধি ‘রাশ আওয়ার’ অফার কাজে লাগাতে পারবেন। সাথে থাকবে আপ টু ৬০-৮০% অফ, বাই মোর সেভ মোর ইত্যাদি অপশন।

Big Saving Days সেলে কোন প্রোডাক্ট কত দামে পাওয়া যাবে, সে বিষয়ে এই মুহূর্তে কিছুই বলেনি Flipkart। তবে মনে হচ্ছে, সংস্থাটি Xiaomi, Poco, Realme, Vivo, Samsung ইত্যাদি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং Apple-এর আইফোনের উপর ছাড় দেবে। অন্যদিকে বেস্ট সেলিং ল্যাপটপে ৪০% অফ পাওয়া যাবে, যেখানে TWS ইয়ারবাড মিলবে নূন্যতম ৭৯৯ টাকার বিনিময়ে। এছাড়া টিভি ও হোম অ্যাপ্লায়েন্সে ৭০% পর্যন্ত ছাড়, রেফ্রিজারেটরে ৫০% পর্যন্ত ছাড়, এসি ও ওয়াশিং মেশিনে ৫৫% পর্যন্ত ছাড় এবং গিজারের ওপর ৭০% ছাড় উপলব্ধ হবে। একইভাবে ডেটা স্টোরেজ ডিভাইসে ৫০% অফ পাওয়া যাবে; অন্যদিকে ফ্যাশন আইটেম গ্রুমিং প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট ইত্যাদিতে ৫০-৮০% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে।