দামি, কমদামি সমস্ত ফোনের ওপর ছাড়, আজ থেকে শুরু হল Flipkart দশেরা স্পেশাল সেল

গতকালই শেষ হয়েছে Flipkart-এর ‘Big Billion Days’ সেল। রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ ফেস্টিভ সেলের দরুন ১০ মিলিয়নেরও বেশি শিপমেন্টের ডেলিভারি করেছে Flipkart। এই সেলের সাথে…

গতকালই শেষ হয়েছে Flipkart-এর ‘Big Billion Days’ সেল। রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ ফেস্টিভ সেলের দরুন ১০ মিলিয়নেরও বেশি শিপমেন্টের ডেলিভারি করেছে Flipkart। এই সেলের সাথে সংযুক্ত কয়েক জন সেলার কোটিপতি হয়ে গেছেন এমনটাও শোনা গিয়েছে। সুতরাং, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যে ‘বিগ বিলিয়ন ডে’ সেলে চুটিয়ে কেনাকাটা করেছেন – একথা বলার অপেক্ষা রাখেনা! কিন্তু যারা এই সেলে পছন্দের মোবাইল বা প্রয়োজনীয় ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিনতে পারেননি, তাদের মনখারাপের কোনো কারণ নেই। রাত পোহাতে না পোহাতেই আরো একটি নতুন সেল নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি।

Flipkart আজ থেকেই ‘Dussehra Specials’ নামের নতুন সেলের আয়োজন করেছে, এই সেল চলবে আগামী ২৮শে অক্টোবর অবধি। এই সেলে স্মার্টফোন, হোম/কিচেন অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে দুর্দান্ত সব অফার থাকবে। এছাড়া নো কস্ট EMI, এক্সচেঞ্জ ডিসকাউন্ট, কমপ্লিট মোবাইল প্রোটেকশন ইত্যাদি সুবিধা দিচ্ছে ফ্লিপকার্ট। শুধু তাই নয়, Kotak Mahindra ব্যাংক বা HSBC ব্যাংকের নির্বাচিত কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। তাহলে আসুন, দেখে নিই এই Flipkart Dussehra Specials সেলে কোন ফোনে কী অফার রয়েছে।

iPhone 11 Pro

এই সেলে iPhone 11 Pro-এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেনা যাবে ৭৯,৯৯৯ টাকায়। এই ফোনটিতে MRP-র চেয়ে ২৬,৬০১ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এই প্রিমিয়াম ডিভাইসটির নো-কস্টের ইএমআই অপশন শুরু মাসিক ৮,৮৮৯ টাকা থেকে।

iPhone SE (2020)

আইফোনের এই সাশ্রয়ী সংস্করণটির ৬৪ জিবি স্টোরেজ মডেলটি কিনতে দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা। এই ফোনটিতে ৭,৫০১ টাকা ছাড় পাওয়া যাবে। আবার নো-কস্ট ইএমআই অপশন শুরু মাসিক ৩,৮৮৯ টাকা থেকে। রয়েছে পুরনো ফোন এক্সচেঞ্জের সুবিধাও। এক্ষেত্রে, iPhone SE (2020)-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনলে ৩৯,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

Realme Narzo 20 Pro

Realme-র এই অ্যান্ড্রয়েড ফোনটি ১,০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ থাকছে দশেরা সেলে। প্রিপেইড পেমেন্টে কিনলে বা পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই অতিরিক্ত হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে, Narzo 20 Pro-র ৬ জিবি র‌্যাম যুক্ত মডেলটি কিনতে খরচ হবে ১৩,৯৯৯ টাকা। আবার ৮ জিবি মডেলটি কিনতে চাইলে ১৫,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

Realme C3

এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির ওপরে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। Realme C3-র ৩ জিবি + ৩২ জিবি মডেলের জন্য ৭,৯৯৯ টাকা এবং ৪ জিবি + ৬৪ জিবি মডেলের জন্য ৮,৯৯৯ টাকা পকেট থেকে খসাতে হবে। এই মডেলে পুরনো ফোন এক্সচেঞ্জ করার সুবিধা নেই।

Poco M2

সদ্য লঞ্চ হওয়া এই পোকো ফোনটি দশেরা স্পেশাল সেল চলাকালীন কিনলে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনটির ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টদুটি দাম যথাক্রমে ১০,৪৯৯ টাকা এবং ১১,৪৯৯ টাকা।

Redmi 8A Dual

গত বছরের এই জনপ্রিয় এন্ট্রি-লেভেলের স্মার্টফোনটিও দশেরা সেলে বিক্রয়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনটিতে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফোনটির ২ জিবি + ৩২ জিবি মডেলটি কিনতে ৬,৯৯৯ টাকা এবং অন্য ভ্যারিয়েন্টটি কিনতে ৭,৪৯৯ টাকা লাগবে।

এছাড়া, Samsung Galaxy S20+ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ৮ জিবি মডেলটি কিনতে ৪৯,৯৯৯ টাকা পড়বে। এর নো কস্ট ইএমআই শুরু হয়েছে মাসিক ৫,৫৫৬ টাকা থেকে। একইভাবে, Samsung Galaxy Note 10+ ফোনটির ১২ জিবি র‌্যাম যুক্ত মডেলটি ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনটি নো কস্ট ইএমআইয়ে কিনলে মাসে ৬,৬৬৭ টাকা ব্যয় করতে হবে।