Flipkart Electronics Sale: জলের দরে বিকোচ্ছে একাধিক নামজাদা ব্র্যান্ডের 4G ও 5G স্মার্টফোন, দাম শুরু মাত্র ৭,৯৯৯ টাকা থেকে
আপনি কি হালফিলে একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart...আপনি কি হালফিলে একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ সুবর্ণ সুযোগ। আসলে আজ ২৪শে মে থেকে Flipkart-এ শুরু হয়েছে 'Electronics Sale' (ইলেকট্রনিক্স সেল), যা চলবে আগামী ২৯শে মে পর্যন্ত। চলতি সেলে Vivo, Realme, Redmi সহ একাধিক নামজাদা ব্র্যান্ডের স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। সেইসাথে এতে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ ডিল এবং ব্যাংক অফারের সুবিধাও উপলব্ধ রয়েছে। আবার আরবিএল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং কোটাক ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তাহলে চলুন, এই সেলে দুর্দান্ত ছাড়ে উপলব্ধ বেশ কয়েকটি স্মার্টফোনের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
Flipkart Electronics Sale-এ সস্তায় মিলবে এই ফোনগুলি
বর্তমান সময়ে দেশের আকাশে-বাতাসে ৫জি রোলআউটের গুঞ্জন শোনা যাচ্ছে। আর দুর্দান্ত ব্যবহারিক এক্সপেরিয়েন্স অর্জনের জন্য অনেকেই এখন আগেভাগে ৫জি (5G) ফোন কিনে রাখছেন। সেক্ষেত্রে আপনিও যদি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একটি ৫জি ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে চোখকান বুজে আপনি Redmi Note 10T 5G মডেলটি কেনার কথা ভেবে দেখতে পারেন। এই হ্যান্ডসেটটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ইউজারদেরকে ১১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। তবে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ১,০০০ টাকা ডিসকাউন্টের সুবাদে মাত্র ১০,৯৯৯ টাকায় মডেলটিকে পকেটস্থ করতে পারবেন গ্রাহকরা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন (যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ)।
আবার ১০,০০০ টাকার রেঞ্জে ৬,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন কিনতে চাইলে আপনি Samsung Galaxy F12 স্মার্টফোনটি কেনার কথা ভাবতে পারেন। চলতি সেলে এই ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটি কিনতে গেলে খরচ পড়বে ১০,৪৯৯ টাকা; তবে আরবিএল ব্যাংকের কার্ড ব্যবহার করলে ক্রেতারা মাত্র ৯,৪৯৯ টাকার বিনিময়ে এটিকে ঘরে আনার সুযোগ পাবেন। ফিচারের কথা বললে Samsung-এর এই ফোনটিতে রয়েছে এক্সিনোস ৮৫০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৬.৫১৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।
একইভাবে ১০,০০০ টাকার কমে দুর্দান্ত ফিচারসমৃদ্ধ একটি নজরকাড়া স্মার্টফোন কিনতে চাইলে আপনি Poco C31-এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটি কিনতে পারেন। চলতি সেলে এই ফোনটি কিনতে হলে খরচ পড়বে ৮,৪৯৯ টাকা, কিন্তু ইউপিআই ট্র্যানজাকশনের ক্ষেত্রে ৫০০ টাকা ছাড়ের সুবাদে মাত্র ৭,৯৯৯ টাকা ব্যয় করলেই ইউজাররা এই ফোনটি পকেটে পুড়তে পারবেন। এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
অন্যান্য অফারের ক্ষেত্রে, সেল চলাকালীন ক্রেতারা ব্যাংক অফার প্রয়োগ করে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের দরুন Vivo T1 5G-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৪,৯৯০ টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি স্ক্রিন, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া, ব্যাংক অফারের ফায়দা উঠিয়ে ক্রেতারা মাত্র ১১,৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন Redmi Note 10s। মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬.৪৩ ইঞ্চি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। আবার, Realme 9 5G কিনতে হলে গ্রাহকদের ১৩,৯৯৯ টাকা খসাতে হবে। এই হ্যান্ডসেটটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি (এলটিপিএস) ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।