Flipkart Infinix Days Sale: ৪,০০০ টাকা পর্যন্ত সস্তায় মিলছে এই স্মার্টফোনগুলি, অফার হাতছাড়া করবেন না!

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে একের পর এক সস্তার স্মার্টফোন নিয়ে এসে ইতিমধ্যেই অধিকাংশ ক্রেতাদের বিশেষ পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে ইনফিনিক্স (Infinix)। তবে সংস্থার এই সকল…

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে একের পর এক সস্তার স্মার্টফোন নিয়ে এসে ইতিমধ্যেই অধিকাংশ ক্রেতাদের বিশেষ পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে ইনফিনিক্স (Infinix)। তবে সংস্থার এই সকল সস্তা স্মার্টফোন যাতে ক্রেতারা আরও কম দামে কিনতে পারেন, তার জন্য এবার এক বিশেষ সেল নিয়ে হাজির হল ই-কমার্স জায়ান্ট Flipkart (ফ্লিপকার্ট) যার নাম ‘Infinix Days Sale’ (ইনফিনিক্স ডেজ সেল)। গতকাল অর্থাৎ ১ জুন থেকে শুরু হয়েছে এই সেল, চলবে ৫ জুন পর্যন্ত। আর পাঁচদিনব্যাপী এই সেলে সংস্থার একাধিক স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাম্পার ডিসকাউন্ট, এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। Infinix Zero 5G (ইনফিনিক্স জিরো ৫জি), Infinix Hot 11 (ইনফিনিক্স হট ১১), Infinix Note 11 (ইনফিনিক্স নোট ১১) ইত্যাদি সংস্থার জনপ্রিয় কিছু হ্যান্ডসেট ক্রেতারা অনেক কম দামে কেনার সুযোগ পাবেন। তাহলে চলুন, চলতি সেলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ Infinix-এর কয়েকটি স্মার্টফোনের কথা জেনে নেওয়া যাক।

Infinix Days Sale-এ এই সস্তা ফোনগুলি কেনা যাবে দারুণ অফারে

Infinix Hot 11 2022: চলতি সেলে, ফ্লিপকার্ট থেকে এই স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ৯,৪৯৯ টাকা ব্যয় করতে হবে। তদুপরি, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা মাত্র ৯,০২৪ টাকায় এই ফোনটিকে পকেটস্থ করার সুযোগ পাবেন।

Infinix Zero 5G: ভারতে এই মিড-রেঞ্জ স্মার্টফোনটিকে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই হ্যান্ডসেটটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। উপরন্তু, প্রিপেইড অফারের ফায়দা উঠিয়ে ইউজাররা আরও ২,০০০ টাকা কমে অর্থাৎ ১৫,৯৯৯ টাকায় এই ফোনটিকে পকেটস্থ করতে পারবেন।

Infinix Note 11: সেলে ১,৫০০ টাকার প্রিপেইড অফারের সুবিধা উপলব্ধ থাকায় এই স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে ক্রেতাদের মাত্র ১০,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। ঠিক একইভাবে হ্যান্ডসেটটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে খরচ পড়বে ১২,৯৯৯ টাকা।