Flipkart Mobile Bonanza Sale: বিশেষ অফারে মাত্র ৫৫০ টাকায় কিনুন Realme 9i স্মার্টফোন

আপনি কি এই মুহূর্তে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আর আপনার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Realme ব্র্যান্ড? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আসলে বর্তমানে…

আপনি কি এই মুহূর্তে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আর আপনার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Realme ব্র্যান্ড? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আসলে বর্তমানে Flipkart (ফ্লিপকার্ট)-এ চলছে Mobile Bonanza Sale (মোবাইল বোনাঞ্জা সেল)। আর এই সেলে এমন সব অফার দেওয়া হচ্ছে যাতে অত্যন্ত সস্তায় (৬০০ টাকারও কম দামে) Realme 9i (রিয়েলমি ৯আই) স্মার্টফোনটি পকেটস্থ করতে পারবেন। কীভাবে? আসুন জেনে নিই এবং অফার ছাড়াও Realme 9i-এর ফিচারগুলি এক নজরে দেখে নিই…

Realme 9i-এর দাম, অফার

রিয়েলমি ৯আই মোবাইল ফোনের ৪ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৩,৯৯৯ টাকা, যেখানে ৬ জিবি/১২৮ জিবি মডেলটি ১৫,৯৯৯ টাকায় পাওয়া যায়। তবে মোবাইল বোনাঞ্জা সেলে গ্রাহকরা Citi Bank-এর ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে ১০ শতাংশ (৭৫০ টাকা পর্যন্ত) ছাড় পাবেন। একই সময়ে, ইএমআই কিস্তি প্রতি মাসে ৪৮৬ টাকা থেকে শুরু হবে। এছাড়া ফোনটির সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হল এর এক্সচেঞ্জ অফার, সংস্থার মতে গ্রাহকরা এই স্মার্টফোনটি ১৩,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুতে কিনতে পারবেন। সব মিলিয়ে ৪ জিবি/৬৪ জিবি মডেলটি ১৩,৯৯৯-১৩,৪৫০=৫৪৯ টাকায় কেনা যাবে, অন্যদিকে ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি কিনতে ২,৫৪৯ টাকা খরচ হবে।

Realme 9i-এর স্পেসিফিকেশন

এতো গেলো দাম বা অফারের কথা। ফিচারের ক্ষেত্রে রিয়েলমি ৯আই ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০.১:৯ অ্যাসপেক্ট রেশিওসহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪১২ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, অ্যাড্রেনো ৬১০ জিপিউ, ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটি ৩৩ ওয়াট ডার্ট চার্জ সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বহন করবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, ফোনের পিছনের প্যানেলে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেখা যাবে। একইভাবে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।