ছুটতে হবেনা ব্যাঙ্কে, নিতে হবেনা ধারও! এখন চোখের পলকে 5 লাখ টাকার লোন দেবে Flipkart

টাকার প্রয়োজন কার না থাকে? কিন্তু এক এক সময় এতটা পরিমাণ টাকার দরকার পড়ে যায় যে ধার বা লোন নেওয়ার কথা ভাবতে হয়। ফলে হয়...
Anwesha Nandi 6 Dec 2023 11:17 AM IST

টাকার প্রয়োজন কার না থাকে? কিন্তু এক এক সময় এতটা পরিমাণ টাকার দরকার পড়ে যায় যে ধার বা লোন নেওয়ার কথা ভাবতে হয়। ফলে হয় বন্ধু-পরিজনদের কাছে হাত পাততে হয়, অন্যথায় ছুটতে হয় ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের কাছে। তবে আপনার যদি অনেক টাকার হঠাৎ প্রয়োজন হয়, তাহলে এখন এমন কোনো ঝামেলা পোহাতে হবেইনা! বরঞ্চ আপনার রোজ ব্যবহৃত Flipkart থেকেই পেয়ে যাবেন দুর্দান্ত সুবিধা। হ্যাঁ, এখন এই জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি Axis Bank-এর সাথে হাত মিলিয়ে ৫ লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দিচ্ছে, যেখানে আপনি নিজেই নির্দিষ্ট কিছু সহজ ধাপ অনুসরণ করে মানে অন্যের উপর নির্ভর না করেই প্রয়োজনমতো ঋণ পেয়ে যাবেন। কীভাবে? আসুন জেনে নিই বিশদ।

Flipkart loan: টাকা ঋণ পেতে কী করতে হবে?

১. ফ্লিপকার্টের মাধ্যমে লোন পেতে প্রথমে আপনাকে কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।

২. এর জন্য আপনাকে ই-কমার্স ওয়েবসাইটের 'পার্সোনাল লোন' (Personal loan) বিভাগে যেতে হবে, যেখানে আপনাকে নিজের মোবাইল নম্বর লিখে ওটিপি (OTP) জেনারেট করতে হবে।

৩. এক্ষেত্রে ঋণের জন্য আপনাকে প্যান কার্ডের বিশদ বিবরণ এবং জন্ম তারিখ প্রদান করতে হবে।
পরবর্তী ধাপে অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে, যার পর আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ পেতে সক্ষম হবেন।

৪. মনে রাখবেন, কেওয়াইসি সম্পন্ন হওয়ার ২ থেকে ১২ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।

লোন পেতে কী শর্তাবলী মানতে হবে?

আগেই বলেছি যে, ফ্লিপকার্ট, এই ঋণের সুবিধাটি অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে দিচ্ছে। যেহেতু এটি পার্সোনাল লোন, তাই এতে বেশি ঝামেলা পোহাতে বা কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হবেনা। তবে এক্ষেত্রে লোনের দরুন ১২.৫ শতাংশ সুদ দিতে হবে। এছাড়াও, আপনি ৬০টি ইএমআইয়ের মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন।

Show Full Article
Next Story