অনলাইনে কেবল ফ্লিপকার্ট থেকে কেনা যাবে iPhone SE 2020, দাম কত জানেন

গতমাসেই লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Apple iPhone SE 2020। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৪২,৫০০ টাকা থেকে। যদিও আইফোন এসই ২০২০ কবে থেকে ভারতে পাওয়া…

গতমাসেই লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Apple iPhone SE 2020। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৪২,৫০০ টাকা থেকে। যদিও আইফোন এসই ২০২০ কবে থেকে ভারতে পাওয়া যাবে তা এতদিন জানা যায়নি। এর কারণ যদিও ছিল ভারতজুড়ে চলে লোকডাউন। কিন্তু এবার ফ্লিপকার্ট থেকে এই ফোনের টিজার পোস্ট করা হল। অর্থাৎ ভারতে এই ফোনের সেল শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা। ফ্লিপকার্ট Apple iPhone SE 2020 কে ‘ফ্লিপকার্ট ইউনিক’ প্রোডাক্ট হিসাবে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে চলেছে। তবে ফ্লিপকার্ট ছাড়াও ফোনটি ‘Apple Authorized Resellers’ থেকেও কেনা যাবে বলে কোম্পানি জানিয়েছিল। ফোনটি কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে। 

iPhone SE 2020: দাম ও উপলব্ধতা :

Apple তাদের একটি প্রেস বিজ্ঞপ্তিতে আইফোন এসই ২০২০ এর দাম জানিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে এই ফোনের দাম শুরু হবে ৪২,৫০০ টাকা থেকে। এই দাম ফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়াও iPhone SE 2020 ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ৪৭,৮০০ ও ৫৮,৩০০ টাকা।

iPhone SE 2020: স্পেসিফিকেশন

ডুয়েল সিমের এই ফোনে ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি মেটাল বডির সাথে এসেছে। ডিসপ্লেতে ডলবি ভিশন ও এইচডিআর ১০ প্লেব্যাক সাপোর্ট করবে। দ্রুত কাজ করার জন্য এখানে হেপটিক টাচ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন এ ১৩ বায়োনিক প্রসেসর। এছাড়াও আছে ৩ জিবি র‌্যাম। তবে ফোনটি ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ১২ মেগাপিক্সেল সেন্সর সহ সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/১.৮। আবার সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ওয়াই-ফাই ৬ সহ ফোনটি আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি তরফে জানানো হয়েছে এতে ১,৮২১ এমএএইচ বিল্ট ইন ব্যাটারি ব্যবহার করেছে। যার দ্বারা ৪০ ঘন্টা অডিও শোনা যাবে বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *