Flipkart Sale: সেলের শেষ মুহূর্তে ১০,০০০ টাকার কমে কিনুন স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন

হাতে আর মাত্র একটা দিন! তারপরই আগামীকাল অর্থাৎ ৩০শে নভেম্বর শেষ হবে Flipkart-এর ‘Black Friday Sale’। তাই এই মুহূর্তে যদি আপনি স্মার্টফোন, টিভি, ওয়াশিং মেশিন…

হাতে আর মাত্র একটা দিন! তারপরই আগামীকাল অর্থাৎ ৩০শে নভেম্বর শেষ হবে Flipkart-এর ‘Black Friday Sale’। তাই এই মুহূর্তে যদি আপনি স্মার্টফোন, টিভি, ওয়াশিং মেশিন জাতীয় প্রোডাক্ট সস্তায় কিনতে চান, তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, Flipkart-এ চলতি সেলে বিভিন্ন প্রোডাক্টের ওপর ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্কসহ আরও বেশ কিছু নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে সেলে কেনাকাটা করলে ১০% ছাড় পাবেন ক্রেতারা। আসুন, এই শেষ লগ্নে Flipkart Black Friday Sale-এর কিছু সুবিধাজনক অফার এক নজরে দেখে নিই।

অসময়ের Flipkart সেলে এই প্রোডাক্টগুলি কিনলে হবে ফায়দা

১. স্মার্ট টিভি: আপনার যদি এখন নতুন টিভি কেনার পরিকল্পনা থাকে, তাহলে আপনি ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে সাশ্রয়ী মূল্যে Thomson , LG, Samsung এবং অন্যান্য ব্র্যান্ডের টিভি কিনতে পারবেন। এক্ষেত্রে Thomson TV-এর দাম শুরু হচ্ছে ৬,৯৯৯ টাকা থেকে, যেখানে ৩২ ইঞ্চি Thomson Smart TV-র জন্য আপনাকে প্রায় ১০,০০০ টাকা খরচ করতে হবে। এছাড়া সেলে Realme-এর ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। একইভাবে ১৩,৪৯৯ টাকায় বাড়ি আনা যাবে Mi-এর ৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এলইডি স্মার্ট টিভি। 

২. ওয়াশিং মেশিন: ফ্লিপকার্টের চলতি ব্ল্যাক ফ্রাইডে সেলে আপনি ওয়াশিং মেশিনেও ব্যাপক ছাড় পাবেন। এই মুহূর্তে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ওয়াশিং মেশিনের দাম শুরু হচ্ছে ৫,৪৯০ টাকা থেকে। তবে সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনের জন্য আপনাকে ৭,৪৯৯ টাকা খরচ করতে হবে। এই মূল্যে আপনি White-Westinghouse এবং MarQ-এর প্রোডাক্ট পাবেন।

তবে আপনি যদি আরও ভাল ব্র্যান্ডের মেশিন চান, তাহলে আপনার রয়েছে Whirlpool, LG এবং Samsung-এর মত বিকল্প। সেক্ষেত্রে Whirlpool-এর ওয়াশিং মেশিনের প্রারম্ভিক দাম পড়বে ১০,০০০ টাকার কম। অন্যদিকে ৭ কেজি ক্ষমতা এবং ৫ স্টার রেটিংসম্পন্ন একটি ওয়াশিং মেশিনের জন্য আপনাকে ৯,৯৯০ টাকা খরচ করতে হবে৷ যদিও এই মডেলে আলাদাভাবে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে। উল্লেখ্য, LG-এর মেশিন কিনতেও আপনাকে প্রায় ১০,০০০ টাকা খরচ করতে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *