Flipkart Vivo Carnival Sale: সস্তায় কিনে নিন নজরকাড়া ডিজাইন এবং কার্যকর ফিচারে ঠাসা স্মার্টফোন
আমাদের আজকের এই প্রতিবেদনে Vivo স্মার্টফোন প্রেমীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম...আমাদের আজকের এই প্রতিবেদনে Vivo স্মার্টফোন প্রেমীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট)-এ চলছে 'Vivo Carnival Sale' (ভিভো কার্নিভাল সেল)। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই সেলটি চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এই সেলে আপনি সাশ্রয়ী মূল্যে তথা দুর্দান্ত ছাড়ে Vivo ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন কিনতে পারবেন। সেক্ষেত্রে বলি, চলতি সেলে Vivo-র বাজেট রেঞ্জের ফোন থেকে শুরু করে মিড এবং প্রিমিয়াম রেঞ্জের ফোনগুলিতে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। সেইসাথে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন ক্রেতারা। তাহলে চলুন, এই সেলে আকর্ষণীয় ছাড়ে উপলব্ধ কয়েকটি স্মার্টফোনের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
বাজেট রেঞ্জের ফোনে অফার
সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির বাজেট রেঞ্জের ৫জি ফোন Vivo T1 5G-এর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ স্টারলাইট ব্ল্যাক কালারের মডেলটি এই সেলে খানিকটা সস্তায় কিনতে পারবেন গ্রাহকরা। এই ফোনটির এমনিতে দাম ১৫,৯৯০ টাকা, তবে সেল চলাকালীন এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা ছাড় মেলায় ক্রেতারা ১৪,৯৯০ টাকায় এই ফোনটিকে পকেটস্থ করতে পারবেন। অত্যন্ত পাতলা ডিজাইনের এই হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা বিদ্যমান, যার মধ্যে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল মেইন লেন্স এবং একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
এছাড়াও, সেল চলাকালীন বাজেট রেঞ্জের ফোন হিসেবে আপনি Vivo Y33T ফোনটি কিনতে পারেন। এমনিতে ফোনটির দাম ১৮,৯৯০ টাকা হলেও চলতি সেলে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডধারীরা ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।
মিড রেঞ্জে অফার
আপনি যদি একটি মিড-রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে Vivo V23 5G স্মার্টফোনটি কেনার কথা ভেবে দেখতে পারেন। এমনিতে এই সেটটির প্রারম্ভিক মূল্য ২৯,৯৯০ টাকা, তবে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই মডেলটি কিনলে ক্রেতারা ২,০০০ টাকা ছাড় পাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ বিদ্যমান। সেইসাথে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া, মিড রেঞ্জের Vivo V23e চলতি সেলে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ক্রেতারা পাবেন ১,৫০০ টাকার ছাড়। ফলে ২৫,৯৯০ টাকার এই স্মার্টফোনটি গ্রাহকরা ২৪,৪৯০ টাকায় ঘরে আনতে পারবেন। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর এবং ৪,০৫০ এমএএইচ ব্যাটারি।
আবার, Vivo V21 5G-এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি আর্কটিক হোয়াইট ভ্যারিয়েন্টটির এমনিতে দাম ২৯,৯৯০ টাকা। তবে চলতি সেলে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোনটি কেনার ক্ষেত্রে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবাদে ২৭,৯৯০ টাকায় এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
প্রিমিয়াম রেঞ্জে অফার
এক্ষেত্রে আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে আপনি Vivo V23 Pro 5G ফোনটির কথা ভেবে দেখতে পারেন। এমনিতে এই ফোনটির প্রারম্ভিক মূল্য (৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ) ৩৮,৯৯০ টাকা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এই মডেলটি কিনলে ইউজাররা ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৩০০ এমএএইচ ব্যাটারি।