Flipkart Super Money: ফ্লিপকার্ট আনল ইউপিআই পেমেন্ট অ্যাপ, Amazon Pay ও PhonePe কে দেবে টক্কর

ওয়ালমার্টের মালিকানাধীন Flipkart আজ Super.Money নামে একটি পেমেন্ট অ্যাপের বিটা সংস্করণ রিলিজ করেছে। প্রযুক্তি সাইট...
SUMAN 27 Jun 2024 2:36 PM IST

ওয়ালমার্টের মালিকানাধীন Flipkart আজ Super.Money নামে একটি পেমেন্ট অ্যাপের বিটা সংস্করণ রিলিজ করেছে। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের একটি রিপোর্টে বলা হয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ইউপিআইয়ের মাধ্যমে মোবাইল পেমেন্ট করতে পারবেন। Super.Money অ্যাপের বিটা ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ফ্লিপকার্ট ২০১৬ সালে ফোনপে অধিগ্রহণ করেছিল। এটিও এই মুহূর্তে ভারতের জনপ্রিয় এক পেমেন্ট অ্যাপ।

সুপার.মানি টিমের একজন মুখপাত্র বলেছেন যে, সুপার-মানি অ্যাপের টিম আগামী সপ্তাহগুলিতে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে থাকবে এবং অ্যাপটিকে আরও উন্নত করবে।

প্লে স্টোরে থাকা সুপার.মানি অ্যাপের ডিটেইলসে লেখা রয়েছে, কোনো অপ্রয়োজনীয় রিওয়ার্ড নয়, বরং একেবারে আসল ক্যাশব্যাক দেওয়া হবে। সংস্থাটি বলেছে যে অন্যান্য ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির বিপরীতে, অ্যাপটি কখনই "অকেজো কুপন, স্ক্র্যাচ কার্ড বা কয়েন" সরবরাহ করবে না। সুপার.মানি অ্যাপটি এক লক্ষ ব্যবহারকারীর মধ্যে এই মুহূর্তে সীমাবদ্ধ রাখা হবে, কারণ এটি এখন বিটা প্রোগ্রামের অন্তর্ভুক্ত।

সুপার মানি অ্যাপে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক

অ্যাপটি ব্যবহার করে ফুড, ট্রাভেল এবং অন্যান্য মার্চেন্ট পেমেন্টে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে সুপার.মানি কোনো স্ক্র্যাচ কার্ড সরবরাহ করবে না।

Show Full Article
Next Story