MS Dhoni: নামিদামি সুপারবাইক ছেড়ে ধোনি কিনলেন টিভিএস এর এই বাইক, কী এমন বৈশিষ্ট্য আছে এতে
ভারতীয় রেলের টিকিট চেকার থেকে এদেশের আন্তর্জাতিক ক্রিকেট দলে আসার সিঁড়িটা যথেষ্টই কঠিন ছিল প্রাক্তন ভারত অধিনায়ক...ভারতীয় রেলের টিকিট চেকার থেকে এদেশের আন্তর্জাতিক ক্রিকেট দলে আসার সিঁড়িটা যথেষ্টই কঠিন ছিল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। ধাপে ধাপে একদিন সেই দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় তার হাতে। এই দীর্ঘ সময়কালে বহু নামিদামি ভিন্টেজ মোটরসাইকেল কিংবা সুপারবাইকের পাশাপাশি বহু মূল্যের বেশ কিছু গাড়ি তার গ্যারেজে শোভাবর্ধন ঘটিয়েছে। একটা সময় টিভিএস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ক্যাপ্টেন কুল। আর এবার সেই সংস্থার তৈরি প্রথম রেট্রো স্টাইলের বাইক Ronin এর চাবি পৌঁছে গেল দুটি বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের হাতে।
TVS Ronin: দাম, ফিচার, ইঞ্জিন
গত বছরে আত্মপ্রকাশ করা টিভিএস রনিন বাইকটিকে চলার শক্তি যোগায় ২২৫.৯ সিসির অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন। ফাইভ স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিন থেকে ২০.৫ পিএস শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক জেনেরেট হয়। সাথে রয়েছে স্লিপার ক্লাচ। বর্তমানে বর্তমানে চারটি আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ টিভিএস রনিন এর এক্স শোরুম মূল্যের রেঞ্জ ১.৪৯ লাখ টাকা থেকে শুরু করে ১.৭১ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।
প্রাক্তন অধিনায়কের গ্যারেজের স্থান পেয়েছে এর টপ ভার্সনটি। এই মডেলটির উভয় চাকাতেই এবিএস উপলব্ধ রয়েছে। বাইকটির সামনে ও পিছনে এলইডি লাইটের পাশাপাশি এলইডি ইন্ডিকেটর, অ্যালয় হুইল, ডিজিটাল স্পিডোমিটার এবং অ্যাডজাস্টেবল লিভার দেখতে পাওয়া যায়। এমনকি এতে দুই ধরনের এবিএস মোড দেওয়া হয়েছে। সেগুলি হল রেইন এবং আরবান।
টিভিএস মোটর কোম্পানির প্রিমিয়ার মোটরসাইকেল এর বিজনেস হেড বিমল সাম্বলী স্বয়ং টিভিএস রনিন বাইকের চাবি তুলে দেন মহেন্দ্র সিং ধোনির হাতে। প্রাক্তন এই ভারত অধিনায়কের বাইক প্রেমের কাহিনী তার বায়োপিকের কল্যাণে প্রায় সকলেরই জানা। কিছুদিন আগেই তার নিজের শহর রাঁচিতে TVS Apache RR 310 মডেলটি চালাতে দেখা গিয়েছে। এই বাইকের কোম্পানির এগজস্ট পাইপ বদলে Akrapovic এর এগজস্ট পাইপ লাগানো হয়েছে।