Movie App: বিনামূল্যে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে চান? এই ওয়েবসাইট বা অ্যাপ আপনার কাজে আসবে

প্রেক্ষাগৃহে বসে দু'ঘন্টা যাবৎ সিনেমা দেখা সময় বা ধৈর্য্য সকলের থাকে না। এমত পরিস্থিতিতে অনেকেই মোবাইল বা ল্যাপটপে মুভি...
SUPARNA 24 May 2022 8:01 PM IST

প্রেক্ষাগৃহে বসে দু'ঘন্টা যাবৎ সিনেমা দেখা সময় বা ধৈর্য্য সকলের থাকে না। এমত পরিস্থিতিতে অনেকেই মোবাইল বা ল্যাপটপে মুভি ডাউনলোড করে দেখতে পছন্দ করেন। আবার, বর্তমানে মুভির পাশাপাশি নানাবিধ ওয়েব সিরিজও বিনোদন জগতের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে য়এই সকল কনটেন্টকে সচরাচর টেলিভিশনে টেলিকাস্ট করা হয় না। আর ডিভাইসে স্টোরেজের কমতি থাকলে বড় আকারের স্ট্রিমিং অ্যাপগুলি ডাউনলোড করে ওয়েব সিরিজ দেখতে অনেকেই সমর্থ হননা। তাই আজ আমরা এমন ৫টি অ্যাপ এবং ওয়েবসাইটের খোঁজ দেব, যেগুলিতে সাবস্ক্রিপশন ছাড়াই অর্থাৎ বিনামূল্যে সিনেমা তথা ওয়েব সিরিজ দেখা যাবে। আর জানিয়ে রাখি, উল্লেখিত প্রত্যেকটি অনলাইন প্ল্যাটফর্মই বৈধ, তাই কনটেন্ট ডাউনলোডের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আসুন তাহলে এই তালিকাটি দেখে নেওয়া যাক এবার…

বিনামূল্যে সিনেমা ও শো দেখা যাবে এমন ৫টি সেরা ওয়েবসাইট এবং অ্যাপের তালিকা

Tubi : টুবি নামের এই অ্যাপটিকে আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপ বিনামূল্যে কনটেন্ট স্ট্রিমিং পরিষেবা প্রদান করে। এক্ষেত্রে, যারা হলিউড বা ইংরেজি মুভি দেখা বেশি পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এইচডি কোয়ালিটিতে ইংরেজি সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন। তবে আগেই বলে দিই, এই ট্রিমিং পরিষেবা বিনামূল্যের হলেও, অ্যাড ফ্রি নয়। অর্থাৎ, প্রত্যেকটি কন্টেন্টের মাঝে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখতে হবে আপনাকে।

Plex : প্লেক্স অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে ডাউনলোড করা যাবে। এই স্ট্রিমিং পরিষেবা প্রদানকারী অ্যাপে, সিনেমা এবং টিভি শো ছাড়াও, ইউজাররা ২০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল বিনামূল্যে দেখতে পারবেন। এক্ষেত্রে, ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দিতেও কন্টেন্ট দেখতে পারবেন আপনারা।

Voot : ভুট অ্যাপটি বর্তমানে ব্যাপক পরিমানে ডাউনলোড হচ্ছে। মূলত, কালার্স (Colors) এবং এমটিভি (MTV) চ্যানেলের একাধিক শো এই অ্যাপটির মাধ্যমে টিভিতে টেলিকাস্ট হওয়ার ২৪ ঘন্টা আগেই স্ট্রিম করা হয়। যার দরুন অনেকেই এই অ্যাপটি তাদের মোবাইলে রাখতে পছন্দ করছেন। তবে, ওয়েব সিরিজ বা টিভি শোয়ের পাশাপাশি আপনি এখানে নানান ভাষায় সিনেমাও দেখতে পারবেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগেই বলে দিই, সাবস্ক্রিপশন ভিন্ন এই অ্যাপ পরিচালনা করলে কনটেন্টের মাঝে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে। আরও প্রিমিয়াম কন্টেন্ট অ্যাক্সেসের জন্য, ভুট সিলেক্টয়ের মেম্বারশিপ কিনতে হবে।

JioCinema : রিলায়েন্স জিও তাদের প্রত্যেক পরিষেবা ব্যবহারকারীকে জিও অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস অফার করে থাকে। এই অ্যাপগুলির মধ্যে একটি হল জিও সিনেমা। এখানে আপনি বিবিধ ভাষায় উপলব্ধ সিনেমা, টিভি শো, সিরিয়াল এবং ওয়েব সিরিজ বিনামূল্যে দেখতে পারবেন। বিশেষত, নতুন থেকে 'ভিন্টেজ' - একাধিক হিন্দি মুভি তালিকাভুক্ত করা হয়েছে এই অ্যাপে। এছাড়া, জিওসিনেমার মাধ্যমে লাইভ টিভি চ্যানেলও দেখা যাবে।

MX Player : এমএক্স প্লেয়ার অ্যাপটিকে অফলাইন ভিডিও প্লেয়ার হিসাবে চালু করা হয়েছিল৷ তবে, এখন অনেকটাই পরিবর্তন আনা হয়েছে এই প্ল্যাটফর্মে। আপনারা বিনামূল্যে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য উক্ত অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি এমএক্স প্লেয়ারের ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে কনটেন্ট সার্ফিং করতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখন এমএক্স প্লেয়ারে ১২টি ভাষায় কনটেন্ট স্ট্রিমিং অফার করা হচ্ছে৷ সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে আপনি, এমএক্স অরিজিনালস (MX Originals) এবং 'চিজকেক' (Cheesecake), 'কুইন' (Queen), 'পান্ডু' (Pandu) -এর মত একাধিক ফিচার শো দেখতে পারবেন।

Show Full Article
Next Story