Samsung-এর এই দুই স্মার্টফোনে এল Android 12 আপডেট

Android 12-নির্ভর One UI 4.0 স্টেবেল আপডেট রোলআউটের ক্ষেত্রে সবার প্রথমে Galaxy S, Galaxy Note, এবং Galaxy Z সিরিজের মতো...
SHUVRO 7 Jan 2022 10:29 AM IST

Android 12-নির্ভর One UI 4.0 স্টেবেল আপডেট রোলআউটের ক্ষেত্রে সবার প্রথমে Galaxy S, Galaxy Note, এবং Galaxy Z সিরিজের মতো প্রিমিয়াম স্মার্টফোনগুলিকে বেছে নিয়েছিল স্যামসাং (Samsung)৷ এবার টেক জায়ান্টটি Galaxy Note 10 Lite এবং Galaxy A72-এ আপডেটটি রিলিজ করে তাদের মিড-রেঞ্জ হ্যান্ডসেটে One UI 4.0 (Android 12) রোলআউটের সূচনা করল৷

স্যামমোবাইল-এর রিপোর্ট অনুযায়ী, Android-12 এর উপর ভিত্তি করে One UI 4.0-এর স্টেবেল রিলিজ এখন Galaxy Note 10 Lite এবং Galaxy A72 হ্যান্ডসেটে উপলব্ধ৷ তবে সব দেশে নয়৷ Galaxy Note 10 Lite-এর ফ্রেঞ্চ ভ্যারিয়েন্ট এবং Galaxy A72-এর রাশিয়ান ভ্যারিয়েন্টে আপডেটটি রোলআউট হয়েছে৷ সেগুলি নিম্মলিখিত ফার্মওয়্যার ভার্সন এবং মান্থলি সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে৷

Samsung Galaxy Note10 Lite

Firmware Version: N770FXXU8FUL7

Security Patch: জানুয়ারি 2022

Sansung Galaxy A72

Firmware Version: A725FXXU4BULA

Security Patch: ডিসেম্বর 2021

উল্লেখ্য, এই মুহূর্তে ফ্রান্স ও রাশিয়াতে হলেও, বিশ্বের বিভিন্ন দেশে Galaxy Note 10 Lite এবং Galaxy A72 ইউজারেরা খুব শীঘ্রই আপডেটটি হাতে পাবেন বলে আশা করা যায়৷ আবার One UI 4.0 স্টেবেল আপডেটের ক্ষেত্রে পরবর্তীতে নাম থাকতে পারে Galaxy A52-এর৷ কারণ, Galaxy A72-এর স্পেসিফিকেশনগুলির সাথে ডিভাইসটির খুব মিল রয়েছে৷

Show Full Article
Next Story