Free Fire Max Redeem Code For 14 December 2022 Rewards: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন
Free Fire Max Redeem Code 14 December 2022 Today: উন্নততর গ্রাফিক্স, অ্যানিমেশন ও ক্যারেক্টার নিয়ে ভারতীয় গেমারদের...Free Fire Max Redeem Code 14 December 2022 Today: উন্নততর গ্রাফিক্স, অ্যানিমেশন ও ক্যারেক্টার নিয়ে ভারতীয় গেমারদের কাছে উপস্থিত হয়েছে গ্যারেনা ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন Garena Free Fire MAX গেমটি। সুকৌশল গেমপ্লের জন্য খুব সহজেই এটি গেমারদের মন জয় করেছে। তাছাড়া এই গেমে প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করা হচ্ছে ফ্রি রিডিম কোড, যা ব্যবহার করে তারা সহজেই জিতে নিতে পারছেন বিভিন্ন মূল্যবান ইনগেম আইটেম সম্পূর্ণ বিনামূল্যে। তাই কোনরকম পয়সার খরচ না করে গেম খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। আপনিও যদি মনে করেন বিনামূল্যে গ্যারেনা ফ্রি ফায়ার গেমটি খেলবেন তাহলে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
Garena Free Fire Max Redeem Code 14 December 2022 Today Free FF Rewards
• 8F3QZKNTLWBZ
• W0JJAFV3TU5E
• WLSGJXS5KFYR
• FF1164XNJZ2V
• X99TK56XDJ4X
• FF119MB3PFA5
• FF10617KGUF9
• FF11DAKX4WHV
• FF11NJN5YS3E
• FF11WFNPP956
• MCPTFNXZF4TA
• B6IYCTNH4PV3
• ZRJAPH294KV5
How to Redeem Garena Free Fire Max Redeem Code (গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড কীভাবে রিডিম করবেন)
• আজ অর্থাৎ ১৪ ডিসেম্বরের রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।
• এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।
• এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
• একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।