Free Fire Max Redeem Codes Today for 5 November 2022: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড

Free Fire Max Redeem Code for today 11 November 2022: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমে অনেক আশ্চর্যজনক কসমেটিক আইটেম...
techgup 5 Nov 2022 10:40 AM IST

Free Fire Max Redeem Code for today 11 November 2022: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমে অনেক আশ্চর্যজনক কসমেটিক আইটেম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে উইপেন, ক্যারেক্টর, স্কিন এবং পেট ইত্যাদি। এগুলি কেবল প্লেয়ারদের জন্য খেলাটিকে মজাদার করে না, বরং তাদের জিততেও সহায়তা করে। এগুলি সাধারণত ইন-গেম স্টোর থেকে কেনা যায়। তবে এর জন্য খেলোয়াড়দের ইন-গেম কারেন্সি অর্থাৎ ডায়মন্ড খরচ করতে হবে।

আর এই ডায়মন্ড আসলে টাকা দিয়ে কেনা যায় (Free Fire Free 1000 Diamonds)। তবে যারা টাকা খরচ করে Garena Free Fire Max গেমটি খেলতে চাননা, তাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ তাদের জন্য রয়েছে প্রতিদিনের ফ্রি রিডিম কোড। এই ফ্রি রিডিম কোড গুলি থেকে গেমাররা জিতে নিতে পারবেন মূল্যবান ইন-গেম আইটেম। আসুন আজকের Garena Free Fire Max রিডিম কোড দেখে নেওয়া যাক।

Free Fire Max Redeem Code for today 5 November 2022

এই ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ব্যবহার করলে পাওয়া যাবে গান ও পেট

• SXMU67G12EIBC

• GARDC1V2BERFU

• YCTXGSLK0M8L9

• 7YTFSDQ2C3URY

• TC5RFVRB56KOYI

• 8UJU65QR1D2V3

• ZAQFVGBHNJEKI

• R5KJ765RDF2G3

• H4TIGJNDORTYO

• HPLOFDI6EDAQ1

• 23RFRTY8HGTUIK

Free Fire Max Redeem Codes For Indian Server

ভারতীয় সার্ভারের জন্য আজকের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড নীচে দেওয়া হল

ZXB4JTI8UYAQ18

AZXDBHJ3I487R

YTFGBNMD78LP

I09865TQRDC2V

3GHJ4K5OTG987

YTFVEBR5K6OY9

H876RSQEDFTYD

EYFHI9RG3YIRPJ

Free Fire Max কোড কীভাবে রিডিম করবেন

কোড রিডিম করার জন্য প্রথমে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।

এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

তারপর যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

এবার ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

Show Full Article
Next Story