Garena Free Fire Redeem Code 23 November: ফ্রি তে পাবেন ইন গেম আইটেম, আজকের কোড দেখে নিন
Garena Free Fire Redeem Code Today 23 November: বিশ্বজুড়ে মোবাইল গেমের দুনিয়ায় ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে ডটস ১১১...Garena Free Fire Redeem Code Today 23 November: বিশ্বজুড়ে মোবাইল গেমের দুনিয়ায় ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে ডটস ১১১ দ্বারা নির্মিত অ্যাডভেঞ্চারাস রয়েল ব্যাটেল গেম Garena Free Fire । পাবজি মোবাইল, আরেনা অফ ভেলোর, মোবাইল লিজেন্ডস, কল অফ ডিউটি :মোবাইল, ব্রল স্টার্স, ক্ল্যাশ রয়েল এবং লীগ অফ লিজেন্ড :ওয়ার্ল্ড রিফ্টের পাশাপাশি 'Esports Mobile Game of the Year' এর শিরোপা ছিনিয়ে নেওয়ার দৌড়ে মনোনীত হয়েছে এই গেমটি। পাশাপাশি গেমারদের মনোরম গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য গেম ডেভলপাররা সম্প্রতি একটি থ্রিলিং আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছেন।
কিন্তু এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে, লড়াই করে টিকে থাকার জন্য গেমারদের প্রয়োজন উন্নতমানের শক্তিশালী উইপন্স, পাওয়ার ও গেম আইটেম। তবে সব সময় গেমের ইন স্টোর থেকে নিজস্ব পয়সা খরচ করে এগুলি ক্রয় করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই গেম প্রস্তুতকারক সংস্থা নিয়মিতই গেমটিতে আলফা নিউম্যারিক কোড যুক্ত করে চলেছে। এই কোডগুলি প্লেয়ারদের বিনামূল্যে রিওয়ার্ড জেতার সুযোগ দেয়। আসুন আজ, অর্থাৎ ২৩ নভেম্বরের গ্যারিনা ফ্রি ফায়ারের রিডিম কোডগুলি দেখে নেওয়া যাক।
২৩ নভেম্বরের গ্যারিনা ফ্রি ফায়ারের রিডিম কোড (Garena Free Fire Redeem Code 23 November)
JCDK CNJE 5RTR
FDRD SASE RTYH
NDJD FBGJ FJFK
FMKI 88YT GFD8
KLLP DJHD DBJD
FU816 OUYT RDVB
HDFH DNBH NDJL
BHPOU81616NHDF
DDFRTY1616POUYT
ADERT8BHKPOU
VFGV JMCK DMHN
BBHUQWPO1616UY
SDAWR88YO16UB
FFGYBGFDAPQO
NHKJU88TREQW
FHBV CDFQ WERT
MJTFAER8UOP16
FMKL POIU YTFD
EDXX DSZS SDFG
FKJH BNJK OPOL
Garena Free Fire ফ্রি কোড রিডিম করার পদ্ধতি
১) সবার আগে গ্যারিনার অফিশিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যান।
২) এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করুন।
৩) এরপর উপরের দেওয়া যে কোনও একটি রিডিম কোড কপি করে সেটি ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।
৪) এখন আপনার স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। তবে মনে রাখতে হবে, এই ফ্রি রিডিম কোড ব্যবহার করতে কিছুটা সময় লাগে।